ফোনের বয়স পেরিয়েছে 3 বছর!

এই 5 উপায়ে সাবধান হোন এখনই নয়তো খুব তাড়াতাড়ি বিকল হবে আপনার স্মার্টফোন!

স্মার্ট ফোন আমরা সকলেই ব্যবহার করি কিন্তু সঠিকভাবে কজন ব্যবহার করি!

অনেকেরই ধারণা আছে একটি স্মার্ট ফোন কেনা মানেই তার আয়ু ২ থেকে ৩ বছর।

কিন্তু অনেকেই জানেন না একটি স্মার্টফোন আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন তা নির্ভর করে আপনার ব্যবহারের উপর।

আপনার ফোনের বয়স যদি দুই থেকে তিন বছর হয়ে গিয়ে থাকে আর সেই প্রথম দিনের মতোই ফোনের স্পিড একই রকম চান তাহলে কিন্তু মেনে চলতে হবে কয়েকটি উপায়।