গুগলের প্রতি মস 100 জিবি স্টোরেজ মিলবে মাত্র 35 টাকায়!

বর্তমানে দিনে যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, ভিডিও বা ফাইল সেভ করে রাখার জন্য প্রয়োজন হয় স্টোরেজের।

আগে ফোন, ডেস্কটপে এই সব স্টোর করে রাখার জন্য এক্সটার্নাল স্টোরেজ বা মাইক্রো SD কার্ডের প্রয়োজন পড়তো।

তবে এখন আর সেই সব এক্সটার্নাল স্টোরেজের ব্যবহার সে রকম দেখা যায় না। 

কারণ তার পরিবর্তে স্মার্টফোন ব্যবহাকারীরা গুগল ড্রাইভে প্রয়োজনীয় ডকুমেন্ট সেভ করে রাখে।

প্রত্যেক গুগল অ্যাকাউন্টে 15 জিবি পর্যন্ত ডাটা সেভ করে রাখা যায়।