Read In
Whatsapp

তারিখ ও সময় সিলেক্ট করে মেসেজ শিডিউল করতে পারেন WhatsApp-এ, দেখুন কিভাবে

ধরুন আপনার প্রিয়জনের জন্মদিন আপনার মনে আছে কিন্তু ওই দিনেই কাজের চাপে উইশ করতে ভুলে গেলেন.. কি হবে! নিশ্চয়ই ভাবছেন এতো ধুন্ধুমার কাণ্ড লেগে যাবে। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলে…

Published By: Debosmita Dhar | Published On:

ধরুন আপনার প্রিয়জনের জন্মদিন আপনার মনে আছে কিন্তু ওই দিনেই কাজের চাপে উইশ করতে ভুলে গেলেন.. কি হবে! নিশ্চয়ই ভাবছেন এতো ধুন্ধুমার কাণ্ড লেগে যাবে। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলে গেলে যে কি রাগ অভিমানের পাল্লায় পড়তে হয় তা প্রায় সকলেই জানেন। কিন্তু এমন ভুল কখনো হতোই না যদি WhatsApp-এর এই ফিচার সম্পর্কে আপনার জানা থাকতো। বর্তমানে পুরো বিশ্বে হোয়াটসঅ্যাপের অসংখ্য ইউজার ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র যোগাযোগের জন্য নয় কাজেরও অন্যতম প্রয়োজন হয়ে উঠেছে এই মেসেজিং প্ল্যাটফর্ম। আর তাই ইউজারদের কথা মাথায় রেখেই WhatsApp থেকে আনা হয় একের পর এক নতুন ফিচার। কিন্তু জানেন কি চাইলেই এই পন্থার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী ম্যাসেজ সেন্ড করতে পারবেন ইউজাররা।

অর্থাৎ আগে থেকে ম্যাসেজ শিডিউল করে রাখলে সেই নির্দিষ্ট সময়ে মেসেজ অটো সেন্ড হবে। ধরুন কারো বিশেষ দিনে উইশ করবেন সেক্ষেত্রে আগে থেকেই যদি WhatsApp-এ মেসেজ সিডিউল করে রাখেন তাহলে উক্ত দিনে আপনার করে রাখা সিডিউলে ওই মেসেজ সেন্ড হয়ে যাবে। কি করে! তা জানতে পুরোটা পড়ুন। WhatsApp-এ এই সুবিধা পেতে আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপ গুলোর মধ্যে রয়েছে Scheduler, Do It Later, SKEDitWhatsApp-এ মেসেজ সিডিউল করবেন কিভাবে —

  1. প্রথমে গুগল প্লে স্টোর থেকে SKEDit অ্যাপটি ডাউনলোড করে নিন।
  2. আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
  3. নাম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
  4. এরপর ভেরিফিকেশন ই-মেইল এলে যাচাই করে পরিষেবা পেজে যান এবং হোয়াটসঅ্যাপ এ ক্লিক করে SKEDit অ্যাপে অনুমতি দিন।
  5. এবার মেসেজ শিডিউল করতে চাইলে যাকে বা যাদের মেসেজ পাঠানো হবে তাদের নাম মেসেজে এন্টার করে দিতে হবে। নির্দিষ্ট সময় এবং তারিখও এন্টার করতে হবে। এর ফলে উক্ত দিনে উক্ত সময়ে মেসেজ সেন্ড হবে।