Read In
Whatsapp

Instagram: Instagram এর হিস্ট্রিতে ভরে গিয়েছে ফোনের storage! পাল্টে নিন এই Settings

Instagram: একটা সময় ভারতের বুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল টিকটক (Tiktok) । তবে রাতারাতি বন্ধ হয়ে যায় চীনা অ্যাপ। আর এর পরেই একগুচ্ছ বদল নিয়ে হাজির হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া  Instagram।…

Published By: Additiya Banerjee | Published On:

Instagram: একটা সময় ভারতের বুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল টিকটক (Tiktok) । তবে রাতারাতি বন্ধ হয়ে যায় চীনা অ্যাপ। আর এর পরেই একগুচ্ছ বদল নিয়ে হাজির হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া  Instagram। আজকাল কমবেশি সকলেই Instagram এ পোস্ট করছেন নানান ধরনের রিল ভিডিও। অনেকেই আবার সেই ভিডিও দেখে অতিবাহিত করছেন অবসর সময়।

তবে মাঝেমধ্যে নানান রকম সমস্যার মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের। পছন্দের রিল দেখতে দেখতে যদি একটু অন্যমনস্ক হন কেউ তাহলেই সেই রিল হয়ে যায় উধাও। এরপর সেই রিল ভিডিও খুঁজে পেতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে গেলেও সহজে খুঁজে পাওয়া যায় না। চিন্তা নেই, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এবার খুব সহজেই চেক করা যাবে Instagram-এর হিস্ট্রি।

আরও পড়ুন: Jio: পাবেন 12টিরও বেশি OTT চ্যানেল, 1000GB Data সহ বিনামূল্যে ইনস্টলেশন! Best Offer নিয়ে হাজির Jio AirFiber

Instagram History Check

  • প্রথমেই লগইন করতে হবে Instagram অ্যাকাউন্টে।
  • এরপর চলে যেতে হবে Home অপশনে।
  • সেখানেই ডান দিকের উপরে তাকালে মিলবে তিনটি বিন্দু।
  • ওই তিনটি বিন্দুতে ক্লিক করলেই খুলে যাবে সেটিংস অপশন।
  • এরপর ক্লিক করতে হবে Personal অপশনে।
  • সেখান থেকে চলে যেতে হবে Your Activity অপশনে।
  • অতীতে যে সমস্ত রিলস দেখেছেন ব্যবহারকারীরা তার সবটাই মিলে যাবে এখানে।
  • যদি কেউ এই অপশন খুঁজে না পান তাহলে অবশ্যই আপডেট করে নিতে হবে Instagram।

Instagram Tips

  •  নিজের Instagram অ্যাকাউন্টটি ব্যবসা বা পেশা অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন ব্যবহারকারীরা।
  • এর জন্য Instagram-এ টাইপ অপশনটি বেছে নিতে হবে।
  • এখানে মিলবে অ্যাকাউন্ট পরিবর্তন করার বিকল্প অপশন।
  • পেশাদার, সৃষ্টিকর্তা বা ব্যবসা থেকে একটি বিকল্প বেছে নেওয়া যাবে।
  • এরপর Instagram পেজটি রিফ্রেস করলেই হয়ে যাবে কাজ।