Read In
Whatsapp

Smartphone: নিমিষেই আপনার স্মার্টফোন হবে নতুন, শুধুমাত্র করুন এই কাজ!

Smartphone: বয়সটা 8 হোক কিংবা 80। কমবেশি সকলের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে স্মার্টফোন (Smartphone)। প্রযুক্তির দৌলতে এই স্মার্টফোন ব্যবহার করেই বাড়িতে বসে কেউবা সেরে নিচ্ছেন অফিসের কাজ তো কেউ…

Published By: Additiya Banerjee | Published On:

Smartphone: বয়সটা 8 হোক কিংবা 80। কমবেশি সকলের জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে স্মার্টফোন (Smartphone)। প্রযুক্তির দৌলতে এই স্মার্টফোন ব্যবহার করেই বাড়িতে বসে কেউবা সেরে নিচ্ছেন অফিসের কাজ তো কেউ আবার অবসর সময় বিনোদনের মধ্যে দিয়ে কাটানোর জন্য বেছে নিচ্ছেন স্মার্টফোন। তবে প্রয়োজন যাই হোক না কেন, স্মার্টফোন ছাড়া আজকাল দিন গুজরানের কথা ভাবতেই পারেন না কেউই।

তবে স্মার্টফোন (Smartphone) কেবলমাত্র ব্যবহার করলেই তো আর চলবে না। সঠিকভাবে নিতে হবে যত্ন। এমন অনেকেই রয়েছেন যারা খুব অল্প সময়ে একটি স্মার্টফোন ব্যবহার করার পর ফের নতুন একটি ফোন ক্রয় করে নেন। যদিও সবার পক্ষে এই কাজ করা মোটেই সম্ভব নয়। তাহলে উপায়? চিন্তা নেই, বেশ কিছু সহজ উপায় জানলেই এবার পুরনো স্মার্টফোনকেই করা যাবে একেবারে নতুন। এক নজরে দেখে নেওয়া যাক টিপসগুলি।

আরও পড়ুন: মিলছে 39% অবধি Discount, Redmi Note 13 5G কিনুন এইভাবে

Smartphone Tips

  • গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে একটি নতুন লঞ্চার অ্যাপ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নোভা লঞ্চার, অ্যাকশন লঞ্চার কিংবা মাইক্রোসফট লঞ্চার ফোনে ডাউনলোড করলেই একেবারে নতুনের মতো কাজ করা শুরু করবে স্মার্টফোন।
  • অপ্রয়োজনীয় অ্যাপ যত কম রাখা যায় ততই ভালো স্মার্টফোনের জন্য।
  • ফোনটিকে নতুনের মতো যদি চেহারা দিতে হয় তাহলে একবার ফ্যাক্টরি রিসেট করে নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই ফোনের ডেটার ব্যাকআপ নিয়ে নিতে হবে।
  • অ্যান্ড্রয়েড ফোন গুলির একটি ভালো দিক হলো সেগুলি নিজের মনের মতো করে কাস্টমাইজেশন করা যায়।
  • বহুদিন ব্যবহারের ফলে ফোনে জমে যায় ডেটা। তাই অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল মুছে ফেলাই ভালো।