Read In
Whatsapp

Rabbit R1 Pocket AI: স্মার্টফোন হবে অতীত, জায়গা দখল করতে আসছে AI ডিভাইস Rabbit R1 Pocket

Rabbit R1 Pocket AI: সময় যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। একটা সময় খুব কম মানুষের হাতে জায়গা পেয়েছিল কিপ্যাড মোবাইল। তবে সময়ের সঙ্গে সঙ্গে কম বেশি সকলেই এই মোবাইল…

Published By: Additiya Banerjee | Published On:

Rabbit R1 Pocket AI: সময় যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। একটা সময় খুব কম মানুষের হাতে জায়গা পেয়েছিল কিপ্যাড মোবাইল। তবে সময়ের সঙ্গে সঙ্গে কম বেশি সকলেই এই মোবাইল ব্যবহার করতে শুরু করেন। কিন্তু আজকাল 8 থেকে 80 সকলেই ব্যবহার করছেন স্মার্টফোন। সাধারণের চাহিদা মতো একের পর এক নিত্যনতুন মোবাইল লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থাগুলি। আর এবার নয়া চমক নিয়ে বাজারে আসছে Rabbit R1 Pocket AI। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন স্মার্টফোন গুলিকে শেয়ানে শেয়ানে টক্কর দেবে এই প্রোডাক্ট।

সম্প্রতি AI স্টার্টআপ Rabbit চলমান CES 2024 টেক শো ইভেন্টে একটি প্রোডাক্ট লঞ্চ করেছে। সেই প্রোডাক্ট-এর নাম দেওয়া হয়েছে Rabbit R1 Pocket AI। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই ডিভাইসটি স্মার্টফোনের বিকল্প হিসেবে বেছে নেবেন আমজনতা। ইতিমধ্যেই প্রি-অর্ডার হয়ে গিয়েছে শুরু। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী 10 হাজার ইউনিট বিক্রিও হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ফোনে কভার পরিয়ে রাখছেন সব সময়? আদৌ ভালো অভ্যাস?

Rabbit R1 Pocket AI Features and Specifications

  • Processor- MediaTek Helio P35
  • Operating System- RABBITOS
  • Display- 2.88 inch
  • Display Type- LCD
  • RAM- 8GB
  • Internal Memory- 128 GB
  • Price- 16,500/-

Rabbit R1 Pocket AI-এ রয়েছে রোটেটিং ক্যামেরা। অর্থাৎ নিজের ইচ্ছে মতো ডিভাইসের ক্যামেরাটিকে সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। এই ডিভাইসের সঙ্গেই মিলবে একটি স্ক্রোল হুইল। যা ব্যবহারকারীদের গ্যাজেটটি নেগেটিভ করার ক্ষমতা এবং ইন্টারফেস নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করবে। সংস্কার তরফ থেকে দাবি করা হচ্ছে, ডিভাইসটি একবার চার্জ করা হলে আগামী 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে ব্যাটারী। যদিও এই গ্যাজেটটি কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি সংস্থা।