Read In
Whatsapp

New Technology: জ্বিভ দিয়েই নিয়ন্ত্রিত হবে ফোন ল্যাপটপ! অভিনব প্রযুক্তির ভাবনা

Mouse: সময় যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির দৌলতে খুব সহজেই যা কিছু অসম্ভব সবই হয়ে যাচ্ছে সম্ভব। তবে আজকের প্রতিবেদনে যে কথা তুলে ধরা হয়েছে তেমন প্রযুক্তির কথা…

Published By: Additiya Banerjee | Published On:

Mouse: সময় যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির দৌলতে খুব সহজেই যা কিছু অসম্ভব সবই হয়ে যাচ্ছে সম্ভব। তবে আজকের প্রতিবেদনে যে কথা তুলে ধরা হয়েছে তেমন প্রযুক্তির কথা হয়তো আগে শোনেননি কেউই। এবার মাউসের (Mouse) কাজ করবে মানুষের জ্বিভ। খুব সহজেই জ্বিভ দিয়ে অপারেট করা যাবে Laptop, Tablet কিংবা SmartPhone। অসাধারণ এই প্রযুক্তি রীতিমতো নজর কেড়েছে আমজনতার।

সম্প্রতি কনজিউমার ইলেকট্রনিক্স শো প্রযুক্তির একটি দুর্দান্ত প্রদর্শন নিয়ে হাজির হয়েছে। যা খুব সহজেই নজর কেড়েছে সকলের। সান ফ্রান্সিসকো ভিত্তিক অ্যাকসেসিবিটিতি স্টার্ট অ্যাপ এই CES শোতে Mouthpad নামক একটি স্মার্ট মাউথওয়ার লঞ্চ করেছে। এই গ্যাজেটটি কেবলমাত্র মুখের ভেতরে লাগিয়ে নিতে হবে। তাহলেই মাউসে পরিণত হয়ে যাবে মানুষের জ্বিভ। সহজেই সেটি পরিচালনা করবে Laptop কিংবা Tablet অথবা Smartphone। বলা ভালো, Mobile এবং Laptop এবার থেকে কাজ করবে জ্বিভের কথা মতো।

Mouse

সংস্থার তরফে দাবী করা হচ্ছে, এটি ডেন্টাল গ্রেট রজন দিয়ে তৈরি করা হয়েছে, যা সাধারণত ডেন্টাল অ্যালাইনার এবং বাইট গার্ডে দেখা যায়। এই গ্যাজেটটি একবার চার্জ করলে তা চলবে পাঁচ ঘন্টা পর্যন্ত। এটি আপাতত ব্যবহার করতে পারবেন অ্যাপেল সংস্থার Mobile, Tablet অথবা Laptop ব্যবহার করছেন যারা। অন্যদিকে আবার Windows এবং Android ডিভাইসের জন্য এটি Bluttoth Mouth হিসেবে কাজ করবে। এটিতে রয়েছে Touch Pad, Battery এবং Bluttoth Radio।

আরও পড়ুন: কথা বলেই গুরুত্বপূর্ণ Email Draft করতে পারবেন কয়েক সেকেন্ডেই

এটিকে প্রথমে লাগিয়ে নিতে হবে মুখের ভেতরে। এরপর জিভ যেভাবে নাড়ানো হবে সেভাবেই কাজ করবে এটি। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, নয়া এই অসাধারণ গ্যাজেট চার্জ হতে সময় লাগবে আনুমানিক দেড় ঘন্টা। ব্যাকআপ ব্যাটারি দেবে পাঁচ ঘন্টা পর্যন্ত।