Read In
Whatsapp

বিনামূল্যে পেয়ে যাবেন মেম্বারশিপ! চিন্তা না করে Amazon Prime-এ দেখুন নতুন সিনেমা আর ওয়েব সিরিজ

Amazon Prime Membership: কর্মব্যস্ত জীবনে সকলের হাতেই সময় কমে এসেছে। প্রেক্ষাগৃহে সময় মতোন গিয়ে বসে তিন ঘণ্টার সিনেমার মতো সময়ে অনেকেরই হয়ে ওঠে না। তাই সারাদিনের পরিশ্রমের পর খানিকটা বিনোদনের…

Published By: Debosmita Dhar | Published On:

Amazon Prime Membership: কর্মব্যস্ত জীবনে সকলের হাতেই সময় কমে এসেছে। প্রেক্ষাগৃহে সময় মতোন গিয়ে বসে তিন ঘণ্টার সিনেমার মতো সময়ে অনেকেরই হয়ে ওঠে না। তাই সারাদিনের পরিশ্রমের পর খানিকটা বিনোদনের রসদ খুঁজতে অনেকেরই এখন ভরসা ওটিপি প্ল্যাটফর্মের ওপর। শুধু সিনেমার জন্য নয় বেশ কয়েক বছর আগে থেকেই সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। তাই বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ দেখার জন্য এখন মানুষের গন্তব্য ওটিটি প্ল্যাটফর্ম।

আর এই ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে সবথেকে জনপ্রিয় অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স। তবে এখানে একটাই সমস্যা তাহলে অনেক টাকা দিয়ে মেম্বারশিপ করাতে হয়। তবে সেই মেম্বারশিপ যদি আপনি বিনামূল্যে পান! কিভাবে? এর জন্য আপনাকে Amazon Prime ফ্রি টায়াল কিংবা জিওর রিচার্জ প্ল্যান করতে হবে। ফোনের রিচার্জ হল সেই সাথে পেয়ে যাবেন “অ্যামাজন প্রাইম মেম্বারশিপ”।

কিভাবে পাবেন “অ্যামাজন প্রাইম মেম্বারশিপ”-জানা যাক বিস্তারিত

১) বিনামূল্যে amazon prime দেখতে amazon এ প্রাইম ফ্রী ট্রায়াল ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে আপনার amazon অ্যাকাউন্টে লগইন করতে হবে। এখানে ৩০ ডে ট্রায়াল অপশনে ক্লিক করলে পেমেন্ট করার অপশন আসবে। ক্রেডিট, ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর আপনি ৩০ দিনের ট্রায়াল মেম্বারশিপ পাবেন।

এই প্ল্যানটি নেওয়ার পরে ৩০ দিনের বৈধতা শেষ হওয়ার পরে আপনার একাউন্ট থেকে কিন্তু ১৪৯৯ টাকা কেটে নেওয়া হবে। তবে আপনি যদি প্ল্যানটি নিতে না চান তাহলে সরিয়ে নিতে পারেন। তবে ৩০ দিন শেষ হওয়ার আগে বাতিল করতে চাইলে সাবধানে করুন।

২) Jio Recharge -এর সাথে ফ্রী সাবক্রিপশন:
Jio ৫৯৯ এর পোস্টপেড প্ল্যানটি যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পাবেন আনলিমিটেড কলিং, মোট ১০০ জিবি ডেটা আর সাথে Netflix এবং Amazon প্রাইম এর বিনামূল্যে Subscription।

Jio ৬৯৯ এর রিচার্জ প্ল্যানেও একই অফার প্রযোজ্য ।