Read In
Whatsapp

Mobile Cover: ফোনে কভার পরিয়ে রাখছেন সব সময়? জানেন, এটা আদৌ ভালো অভ্যাস কিনা!

Mobile Cover: আজকাল 8 থেকে 80 সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক সংস্থা যেমন স্মার্টফোন লঞ্চ করে চলেছে ঠিক তেমনই বাজার ভরেছে নানান রকম…

Published By: Additiya Banerjee | Published On:

Mobile Cover: আজকাল 8 থেকে 80 সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক সংস্থা যেমন স্মার্টফোন লঞ্চ করে চলেছে ঠিক তেমনই বাজার ভরেছে নানান রকম ডিজাইনের ফোনের কভারে (Mobile Cover)। কারোর পছন্দ সফট কভার তো কারণ আবার ডাইরি কভার। আসলে ফোনকে সযত্নে রাখার কারণেই পড়ানো হয় কভার। কিন্তু কভার যেমন ফোনকে ঠিক রাখে ঠিক তেমনই ফোনের ক্ষতিও করে।

নিজের অজান্তেই ফোনের বিরাট ক্ষতি করে দিচ্ছে কভার (Mobile Cover)। ফোনকে নানান রকম ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কভার পড়ালেও ঘটছে তার বিপরীতটা। এমনকি নানান রকম ক্ষতিও হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনে কভার পড়ালে ঠিক কী কী ক্ষতি হয়।

আরও পড়ুন: WhatsApp: রাতভর মনের মানুষের সঙ্গে চ্যাটিং করুন গোপনে, বিশেষ টেকনোলজি নিয়ে হাজির WhatsApp

Mobile Cover Tips

  • খুব কম দামের কভার ব্যবহার করা মোটেই উচিত নয়। এতে ব্যাকটেরিয়া জমে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
  • ফোনে কভার থাকার কারণে ফোন দ্রুত গরম হয়ে যায়। ফলে হ্যাং হয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে। এমনকি ক্ষতি হয় ব্যাটারির। তাই ফোন গরম হচ্ছে বুঝতে পারলেই অবিলম্বে কভার খুলে দেওয়া উচিত।
  • ফোনে কভার থাকার কারণে যেহেতু দ্রুত গরম হয়ে যায় ফোন তাই চার্জ হয় ধীরে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত চার্জে ফোন বসানোর সময় কভার খুলে দেওয়াই ভালো।
  • এমন বহু ফোনের কভার রয়েছে যাতে দেওয়া থাকে চুম্বক। এই ধরনের কভার কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ চুম্বক থাকার কারণে GPS এবং Compass এ হতে পারে সমস্যা।
  • যারা স্মার্টফোনে গেম খেলতে ভালোবাসেন তাদেরও গেম খেলার সময় ফোনের কভার খুলে রাখাই ভালো। না হলেই নষ্ট হবে ব্যাটারি।