Read In
Whatsapp

Wifi Router: করুন জায়গা বদল, ঘরে এখানে রাখুন রাউটার পাবেন দ্বিগুণ স্পীড

Wifi Router: 8 থেকে 80 সকলেই আজ ব্যবহার করছেন ইন্টারনেট। স্মার্টফোনে রিচার্জ করার পর যে পরিমাণে ডেটা পাওয়া যায় তাতে সন্তুষ্ট নন আমজনতা। আর সে কারণেই কমবেশি সকলেই বাড়িতে নিয়ে…

Published By: Additiya Banerjee | Published On:

Wifi Router: 8 থেকে 80 সকলেই আজ ব্যবহার করছেন ইন্টারনেট। স্মার্টফোনে রিচার্জ করার পর যে পরিমাণে ডেটা পাওয়া যায় তাতে সন্তুষ্ট নন আমজনতা। আর সে কারণেই কমবেশি সকলেই বাড়িতে নিয়ে নিচ্ছেন ওয়াইফাই কানেকশন। কিন্তু এতেও সমস্যা মিটছে না। আসলে ওয়াইফাই রাউটার (Wifi Router) থাকা সত্ত্বেও সেভাবে মিলছে না ইন্টারনেট পরিষেবা। তবে এবার আর নেই সেই চিন্তা। মাত্র কয়েকটি টিপস জানলেই এই সমস্যার হাত থেকে মিলবে চিরতরে মুক্তি।

সঠিক ইন্টারনেট পরিষেবা পেতে হলে আগেই যাচাই করতে হবে বাড়িতে কোথায় রাখা হচ্ছে ওয়াইফাই রাউটারটি (Wifi Router)। যদি সেটি সঠিক জায়গায় না থাকে তাহলেই নানান রকম সমস্যা দেখা দিতে পারে। আবার যদি সঠিক জায়গায় রাখা হয় তাহলেই কিন্তু মিলবে হাই স্পিড ইন্টারনেট।

Wifi Router Position

উঁচু জায়গায় রাখতে হবে রাউটার

কখনোই ওয়াইফাই রাউটারটি এমন কোনো জায়গায় রাখা যাবে না যে জায়গাটা সবসময় বন্ধ থাকে। এমনকি ঘরের একদম নিচের দিকেও রাখা যাবে না এটি। এছাড়াও কোনো যন্ত্রপাতি কিংবা আলমারি বা অন্য কোনো জিনিস দিয়ে যেন রাউটার ঢাকা না পড়ে যায় সেদিকেও রাখতে হবে নজর।

খোলামেলা জায়গায় রাখতে হবে রাউটার

বদ্ধ ঘরে কখনোই রাউটার রাখা উচিত নয়। এতে গোটা বাড়িতে ইন্টারনেট পরিষেবা পেতে সমস্যা হতে পারে। আর তাই সর্বদা খোলা জায়গায় ওয়াইফাই রাউটার ইন্সটল করা উচিত। এতেই বাড়বে ইন্টারনেটের গতি।

আরও পড়ুন: Jio Recharge Plan: Unlimited Calls, Data, 12টা OTT Subscription, ধামাকা Recharge Plan নিয়ে হাজির Jio

দোতালা বাড়ির কোথায় রাখা উচিত রাউটার

যাদের দোতলা বাড়ি রয়েছে তারা রাউটার কোথায় রাখবেন তা অনেক সময় বুঝে উঠতে পারেন না। ফলে সমস্যার মুখোমুখি হতে হয়। গোটা বাড়িতে যদি কানেকশন পেতে হয় তাহলে একতলা এবং দোতলার মাঝামাঝি জায়গায় ইনস্টল করতে হবে ওয়াইফাই রাউটার (Wifi Router)।