Read In
Whatsapp

Facebook: শত চেষ্টা করেও মনে রাখতে পারছেন না Facebook এর Password! দেখুন Reset মারার জলের মতো সহজ উপায়

Facebook: 8 থেকে 80 আজকাল সকলেই ব্যবহার করছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook। এই প্ল্যাটফর্ম আমাদের বহু পুরনো বন্ধুকে ফিরিয়ে দিয়েছে। বিনোদনের জন্য কিংবা অবসর সময় কাটিয়ে নিতে কমবেশি সকলেই ভরসা…

Published By: Additiya Banerjee | Published On:

Facebook: 8 থেকে 80 আজকাল সকলেই ব্যবহার করছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook। এই প্ল্যাটফর্ম আমাদের বহু পুরনো বন্ধুকে ফিরিয়ে দিয়েছে। বিনোদনের জন্য কিংবা অবসর সময় কাটিয়ে নিতে কমবেশি সকলেই ভরসা রাখেন Facebook-এ। তবে অনেক সময় নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নতুন স্মার্টফোন কিনলে কিংবা ল্যাপটপ কেনার পরেই সমস্যায় জড়িয়ে পড়েন আমজনতা।

আসলে এমন অনেকেই রয়েছেন যারা একবার Facebook অ্যাকাউন্ট খোলার পর আর কখনোই পাসওয়ার্ড বদল করেননি। ফলে নতুন ডিভাইসে Facebook লগইন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়। পুরনো পাসওয়ার্ড মনে না থাকায় দেখা দেয় সমস্যা। ফলে একপ্রকার বাধ্য হয়ে ডিলিট করে দিতে হয় অ্যাকাউন্ট। তবে এবার আর নেই সেই চিন্তা। বেশকিছু টিপস জানলে খুব সহজেই রিসেট করা যাবে পাসওয়ার্ড। কীভাবে? সেই তথ্যই রইল এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ফোনের বয়স পেরিয়েছে 3 বছর! এই 5 উপায়ে সাবধান হোন এখনই নয়তো খুব তাড়াতাড়ি বিকল হবে আপনার স্মার্টফোন!

How To Reset Facebook Password

  • প্রথমেই চলে যেতে হবে www.Facebook.com ওয়েবসাইটে।
  • এরপর দিয়ে দিতে হবে ইমেইল আইডি।
  • এরপর Forget Password অপশনটিতে ক্লিক করতে হবে।
  • একটি নতুন উইন্ডো খুলে যাবে এখানে। এরপর Facebook অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছিল সেটি এখানে লিখতে হবে।
  • এরপর একটি নতুন পেজ খুলে যাবে সেখানেই মিলবে তিনটি অপশন।
  • প্রথমত দেখা যাবে Use Google Account, দ্বিতীয়ত Send Code Via Email, তৃতীয়ত Code Via Message। এর মধ্যে থেকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।
  • এরপর নির্দিষ্ট অপশনে চলে আসবে একটি কোড।
  • সেই কোড সেখানে সাবমিট করতে হবে।
  • এরপরে খুলে যাবে নতুন একটি পেজ যেখানে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন ব্যবহারকারীরা।
  • ব্যাস এই পদ্ধতি অবলম্বন করলেই খুব সহজেই রিসেট করা যাবে Facebook পাসওয়ার্ড।