Read In
Whatsapp

Facebook: আপনিও এবার নিজের নামের পাশে পাবেন ব্লু টিক, শুধু করুন এই ছোট্ট কাজ

Facebook: বয়সটা 8 হোক কিংবা 80। আজকাল সকলেরই আনাগোনা রয়েছে Facebook-এ। কেউ বা বিনোদন জোগাতে বেছে নিয়েছেন এই সোশ্যাল মিডিয়া তো কেউ আবার অবসর সময় কাটিয়ে তুলতে দেখে চলেছেন একের পর…

Published By: Additiya Banerjee | Published On:

Facebook: বয়সটা 8 হোক কিংবা 80। আজকাল সকলেরই আনাগোনা রয়েছে Facebook-এ। কেউ বা বিনোদন জোগাতে বেছে নিয়েছেন এই সোশ্যাল মিডিয়া তো কেউ আবার অবসর সময় কাটিয়ে তুলতে দেখে চলেছেন একের পর এক রিল ভিডিও। তবে কারণ যাই হোক না কেন, সাধারণ মানুষের কাছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসেবে Facebook-এর জনপ্রিয়তা ঠিক কতটা সেটা হয়তো নতুন করে আর বলে দিতে হবে না।

তবে অনেকেই Facebook ব্যবহার করলেও জানেন না যে কীভাবে নিজের নামের পাশে পাওয়া যাবে ব্লু টিক। আসলে একটা সময় কেবলমাত্র সেলিব্রেটিদের নামের পাশেই দেখা যেত এই চিহ্ন। তবে বর্তমান সময় দাঁড়িয়ে যে কেউ ইচ্ছে করলেই নিজের নামের পাশে এমন ব্লু টিক পেয়ে যাবেন। কীভাবে? সেই তথ্যই রইল আজকের প্রতিবেদনে।

How To Get Facebook Blue Tick

ব্লু টিক পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য

  • অ্যাকাউন্টটি অবশ্যই আসল এবং সক্রিয় হওয়া উচিত।
  • অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সঠিক হওয়া উচিত।
  • থাকতে হবে একটি বৈধ নথি যা ব্যবহারকারীর পরিচয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের বৈধতা প্রকাশ করবে।
  • ব্লু টিক পেতে হলে পূরণ করতে হবে একটি ফর্ম। এরপর Facebook সেই আবেদন পর্যালোচনা করে তবেই দেবে ব্লু টিক।

আরও পড়ুন: Cyber Crime: মোবাইলের এই নম্বর ব্লক করছে পুলিশ, চিরকালের মতো থামবে সাইবার প্রতারণা?

এভাবেই মিলবে ব্লু টিক

  • প্রথমেই চলে যেতে হবে Facebook অ্যাকাউন্টের Settings অপশনে।
  • এরপর চলে যেতে হবে About এ।
  • সেখান থেকেই বেছে নিতে হবে ‘Account Varification’ অপশন।
  • এরপর ‘Request Verification’ অপশনে গিয়ে সেখানে ক্লিক করতে হবে।
  • সেখানেই খুলে যাবে একটি ফর্ম। সেটি পূরণ করার জন্য নিজের নাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট এবং যোগাযোগের সমস্ত খুঁটিনাটি দিতে হবে।
  • এরপর আপলোড করতে হবে একটি বৈধ পরিচয় পত্র। Facebook আবেদনটি পর্যালোচনা করার পরেই ব্লু টিক দেওয়ার ব্যাপারে নেবে সিদ্ধান্ত।

ব্লু টিকের সুবিধা

  • নামের পাশে ব্লু টিক থাকলে বোঝা যাবে অ্যাকাউন্টটি আসল।
  • খুব সহজেই আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে।
  • অ্যাকাউন্টটিকে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করবে।