Read In
Whatsapp

Mobile Phone Signal Strength : কিভাবে চেক করবেন নিজের ফোনের সিগনাল স্ট্রেন্থ? জেনে নিন

আপনি কি কখনো মোবাইলের দুর্বল নেটওয়ার্কের সমস্যায় পড়েছেন! এমন হয়তো কেউ নেই যে এই সমস্যার সম্মুখীন হয়নি। অনেক টাওয়ারে সমস্যা বা খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। কিন্তু জানেন…

Published By: Debosmita Dhar | Published On:

আপনি কি কখনো মোবাইলের দুর্বল নেটওয়ার্কের সমস্যায় পড়েছেন! এমন হয়তো কেউ নেই যে এই সমস্যার সম্মুখীন হয়নি। অনেক টাওয়ারে সমস্যা বা খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। কিন্তু জানেন কি বেশ কিছু উপায়ের মাধ্যমে মোবাইল কানেক্টিভিটি ঠিক করা যায়! তবে তার আগে জানতে হবে আপনার সিগন্যালটি কেমন।

আপনি ধরুন ফোনে গুরুত্বপূর্ণ কোনো কল করছেন বা নেট ব্যবহার করছেন সেই সময় নেটওয়ার্কের সমস্যা হলে বিরক্ত লাগে। তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে নেটওয়ার্ক উন্নত করা সম্ভব। দেখে নিন কিভাবে আপনার মোবাইল ডিভাইসে Signal Strength চেক করবেন।

সংকেত শক্তি বোঝা – ফোনের জন্য সিগন্যালের শক্তি ডেসিবেল মিলিওয়াট-এ (dBm) পরিমাপ করা হয়। কম dBm কিন্তু শক্তিশালী সংকেত নির্দেশ করে। যেমন-

Close To No Signal Strength – 110 dBm
Poor Signal Strength- 85 dBm-100dBm
Good Signal Strength- 65 dBm- 85 dBm

1. Signal Checking এর নিয়ম –

  • এর জন্য প্রথমে iPhone’s dialling interface খুলে *3001#12345#* dial করতে হবে।
  • এরপর ফোনের সিগন্যাল সম্পর্কিত data দেখতে Dialling Button এ ক্লিক করতে হবে‌।
  • উল্লেখ্য, অন্য ফোনের ক্ষেত্রে কিন্তু মেনুর বিষয়বস্তু ভিন্ন হতে পারে।
  • 5G Signal Strength দেখতে NR Rach Attempt-এ ক্লিক করতে হবে।
  • 4G Signal Strength দেখতে Rach Attempt ক্লিক করতে হবে।

2. Android-এর ক্ষেত্রে Signal Checking-এর নিয়ম-
একেকটি ব্র্যান্ডের ফোনে একেকরকম সিগন্যাল শক্তি চেক করার উপায় রয়েছে- যেমন Xiaomi এর ক্ষেত্রে প্রথমে settings এ যেতে হবে তারপর My device, তারপর All Parameter And Information-এ গিয়ে Status Information দেখতে পাবেন।

আরো বিস্তারিত তথ্য দেখতে চাইলে সেলুলার-জেড এর মতোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন।