Read In
Whatsapp

ফোনের বয়স পেরিয়েছে 3 বছর! এই 5 উপায়ে সাবধান হোন এখনই নয়তো খুব তাড়াতাড়ি বিকল হবে আপনার স্মার্টফোন!

স্মার্ট ফোন আমরা সকলেই ব্যবহার করি কিন্তু সঠিকভাবে কজন ব্যবহার করি! অনেকেরই ধারণা আছে একটি স্মার্ট ফোন কেনা মানেই তার আয়ু ২ থেকে ৩ বছর। কিন্তু অনেকেই জানেন না একটি…

Published By: Debosmita Dhar | Published On:

স্মার্ট ফোন আমরা সকলেই ব্যবহার করি কিন্তু সঠিকভাবে কজন ব্যবহার করি! অনেকেরই ধারণা আছে একটি স্মার্ট ফোন কেনা মানেই তার আয়ু ২ থেকে ৩ বছর। কিন্তু অনেকেই জানেন না একটি স্মার্টফোন আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন তা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। আপনার ফোনের বয়স যদি দুই থেকে তিন বছর হয়ে গিয়ে থাকে আর সেই প্রথম দিনের মতোই ফোনের স্পিড একই রকম চান তাহলে কিন্তু মেনে চলতে হবে কয়েকটি উপায়।

ফোনের গতি আপনি যদি সেই নতুন ফোনের মতই রাখতে চান তাহলে এই সহজ কয়েকটি উপায় মেনে চলতে পারেন যা করতে লাগবে কয়েক মিনিট তবে আপনার পুরনো ফোন ব্যবহার করতে পারবেন অনেকদিন পর্যন্ত-

স্টোরেজ ফাঁকা করুন-

স্টোরেজ স্পেস যদি ভর্তি হয়ে থাকে তাহলে আপনার ফোনের গতি কমে যায়। তাই বহুদিন ধরে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ছবি ডিলিট করুন। ফোনে স্টোরেজ স্পেস ফাঁকা থাকলে পারফরম্যান্স বেড়ে যায় আবার ফোনেল আয়ুও বাড়ে।

অ্যাপ আনইনস্টল-

যে অ্যাপগুলি ব্যবহার হয় না সেগুলি ডিলিট করুন এতে ফোনের প্রসেসর ও অপারেটিং সিস্টেম ভালো থাকবে।

অ্যাপের লাইট ভার্সন ব্যবহার-

বেশ কিছু অ্যাপের দুটি ভার্সন থাকে। লাইট ভার্সনটি কম স্টোরেজ নেয়‌। তাই লাইট ভার্সনগুলি ব্যবহার করলে ফোনের উপর চাপ কম পড়বে‌, অপারেটিং সিস্টেম এবং ব্যাটারি ভালোভাবে কাজ করবে।

সফটওয়্যার আপডেট-

আমরা অনেকেই সফটওয়্যার আপডেট অগ্রাহ্য করে যাই। উন্নত পারফরম্যান্সের জন্যই নতুন আপডেট নিয়ে আসে গুগল। তাই ফোনের গতি ঠিক রাখতে আয়ু বাড়াতে সফটওয়্যার আপডেট করা অত্যন্ত জরুরি।

ফ্যাক্টরি রিসেট-

উপরের টিপসগুলি ফলো করেও যদি পারফরমেন্সে কোন পরিবর্তন না দেখতে পান সেক্ষেত্রে শেষ উপায় ফ্যাক্টরি রিসেট। তবে মনে রাখবেন এটি ফোনের সমস্ত ডেটা মুছে দেয়। যদি
ফ্যাক্টরি রিসেট করতেই হয় তবে দরকারি Data অন্য ফোনে ব্যাকআপ করে নিন।