Read In
Whatsapp

Whatsapp Update: Scam থেকে বাঁচতে User দের জন্য নতুন ফিচার আনলো Whatsapp, না জানলেই পড়বেন বিপদে

Whatsapp Update: বয়সটা ৮ হোক কিংবা ৮০, আজকাল সকলের হাতেই রয়েছে Smartphone। কেউবা অবসর সময় কাটিয়ে নিতে তো কেউ আবার অফিসের প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিতে ব্যবহার করছেন WhatsApp। ইনস্ট্যান্ট ম্যাসেজিং…

Published By: Palash | Published On:

Whatsapp Update: বয়সটা ৮ হোক কিংবা ৮০, আজকাল সকলের হাতেই রয়েছে Smartphone। কেউবা অবসর সময় কাটিয়ে নিতে তো কেউ আবার অফিসের প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিতে ব্যবহার করছেন WhatsApp। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হিসেবে এই অ্যাপের জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে সমগ্র দেশ তথা বিশ্বজুড়ে। একটা সময় অবশ্য কেবলমাত্র মেসেজ পাঠানোর জন্যই ব্যবহার করা হতো এই অ্যাপটি। তবে বর্তমানে সাধারণের চাহিদা মেনে অন্যান্য সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টের মতোই একগুচ্ছ পরিবর্তন এসেছে WhatsApp-এ।

WhatsApp Update

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে ঠিক তেমনই একের পর এক নয়া প্রতারণার জাল বিছিয়ে চলেছেন প্রতারকেরা। আর এতেই কিন্তু বহু কষ্ট করে উপার্জিত টাকা নিমেষের মধ্যেই হয়ে যাচ্ছে ফাঁকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে হামলা চালাচ্ছেন প্রতারকেরা। WhatsApp-কে ব্যবহার করেই এই কাজ করছেন তারা। তবে এবার আর নেই চিন্তা। খুব সহজেই এবার সন্দেহজনক চ্যাট না খুলেই অচেনা নম্বর থেকে মেসেজ পাঠানো ব্যক্তিকে ব্লক করতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা। আর এতেই মুক্তি মিলবে ফিশিং স্ক্যামের (Phishing Scam) হাত থেকে।

How To Block Unknown Number

সাধারণ মানুষের সুবিধার্থে আজকাল লক স্ক্রিনের উপরেই ভেসে ওঠে WhatsApp থেকে আসা নয়া কোন বার্তা। সেখান থেকেই উত্তর দেওয়ার অথবা অপরিচিত ব্যক্তিকে ব্লক করার অপশন মিলে যাচ্ছে। খুব সহজেই সেখান থেকে ব্লক করে ওই ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন WhatsApp ব্যবহারকারীরা। আর এতেই কিন্তু প্রতারণা চক্রের হাত থেকে মুক্তি পাবেন আমজনতা।

What Is Phishing Scam

করোনা মহামারীর সময় থেকেই সারা দেশ জুড়ে শুরু হয়েছে একের পর এক নয়া প্রতারণা। যার মধ্যে অন্যতম হল ফিশিং এবং ভিশিং। অনেক আগেই এই দুই প্রতারণা চক্র সম্বন্ধে আমজনতাকে সাবধান করেছিল সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স বা CERT-in। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই প্রতারকেরা একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নিমেষের মধ্যেই গায়েব করে দিতে পারে টাকা। আর সবটাই তারা করে কেবলমাত্র একটি লিঙ্ক ব্যবহার করে।

How To Get Rid Of This Fraud

  • অচেনা কোনো নম্বর থেকে যদি WhatsApp-এ মেসেজ আসে তাহলে সেই মেসেজ না খোলাই ভালো।
  • মেসেজ বক্সে যদি কোন লিঙ্ক থাকে তাহলে ভুল করেও সেই লিঙ্কে টাচ করা চলবে না।
  • সন্দেহ হলেই অবিলম্বে ব্লক করে রিপোর্ট করে দিতে হবে।