Read In
Whatsapp

Google Search: আমূল বদলে যাবে Search এর ধরণ! ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ফিচারস নিয়ে হাজির Google

Google Search: আগের তুলনায় অনেকটাই বদলে গেল Google Search অপশন। ব্যবহারকারীদের সুবিধা দিতে সার্চ ইঞ্জিনের জন্য দুটি নতুন ফিচার চালু করেছে Google। এই দুটি ফিচার চালু হওয়ার পর একেবারেই বদলে…

Published By: Additiya Banerjee | Published On:

Google Search: আগের তুলনায় অনেকটাই বদলে গেল Google Search অপশন। ব্যবহারকারীদের সুবিধা দিতে সার্চ ইঞ্জিনের জন্য দুটি নতুন ফিচার চালু করেছে Google। এই দুটি ফিচার চালু হওয়ার পর একেবারেই বদলে যাবে Google Search স্টাইল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবার কোনো কিছু অনুসন্ধান করার জন্য ব্যবহারকারীদের বারবার অ্যাপ সুইচ করতে হবে না।

সার্চ ইঞ্জিনের জন্য যে নতুন দুটি ফিচার চালু করা হয়েছে সেগুলি হল Circle To Search এবং Multisearch Experience। এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি ফিচার চালুর ফলে কোন কোন বদলে আসতে চলেছে স্মার্টফোনে।

Google Search Ner Rules

Google Circle To Search ফিচারটি কাজ করবে Google লেন্সের মতো। এটি ব্যবহার করে খুব সহজেই নির্দিষ্ট কোনো কিছু সার্চ করে নিতে পারবেন ব্যবহারকারীরা। খুব সহজেই একটি ছবির উপর বৃত্তাকার চিহ্ন করে কিংবা ট্যাগ করে সার্চ করে নেওয়া যাবে বিস্তারিত। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, গ্যালারিতে যদি কোনো ছবি থাকে তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আর গুগল অ্যাপ এ যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কেবলমাত্র ছবি নয় ভিডিওর ক্ষেত্রেও কাজ করবে এই ফিচার।

ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের তুলনায় অনেকটাই দ্রুত এবং উন্নত করতে Multisearch Experience নামক এই ফিচার নিয়ে হাজির হয়েছে Google। এই ফিচারটি মূলত টেক্সট ফটো এবং স্ক্রিনশটকে সমর্থন করবে। খুব সহজেই পাওয়া যাবে AI জেনারেটেড অপশন।