Read In
Whatsapp

Gmail: কথা বলেই গুরুত্বপূর্ণ Email Draft করতে পারবেন কয়েক সেকেন্ডেই, অবিশ্বাস্য Update নিয়ে হাজির GMail

Gmail: প্রথম থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI নিয়ে কাজ করছে Google। বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা বেশি সেই সব ক্ষেত্রে AI এর ব্যবহার শুরু করেছে গুগল। যেমন Google Search কিংবা…

Published By: Debosmita Dhar | Published On:

Gmail: প্রথম থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI নিয়ে কাজ করছে Google। বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা বেশি সেই সব ক্ষেত্রে AI এর ব্যবহার শুরু করেছে গুগল। যেমন Google Search কিংবা Gmail ইত্যাদি। আর এবার এই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে আরও সুবিধা দিতে নয়া উদ্যোগ নিয়ে ফেলল Google। নয়া এই ফিচারটির নাম ‘Draft email with voice’।

গত বছর অর্থাৎ 2023 সালে একটি নয়া ফিচার ‘Help Me Write’ চালু করেছিল Google। এই ফিচারটি ব্যবহার করা ভীষণ সহজ। Gmail ব্যবহারকারীরা একটি ইমেইল টাইপ করা শুরু করতে পারবে এখানে এবং তারপর ‘Help Me Write’ বাটনে ক্লিক করতে হবে। এরপরেই AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি ইমেল জেনারেট করবে। পরবর্তীতে ইউজাররা তা এডিট করতে এবং চূড়ান্ত করতে পারবেন।

আরও পড়ুন: OnePlus: স্বল্প দামে 100W SuperVOOC চার্জার সহ মিলছে 5,400mAh Battery, জানুন OnePlus 12-র Full Specifications

এই ফিচারটি আসার পর থেকে ইমেইল ড্রাফট তৈরি করার জন্য অনেকটা সময় বাঁচবে। লেখার দক্ষতা হবে উন্নত। দেখোন দারির দিক থেকে একটা ইমেইল কতটা পেশাদার হয়ে উঠতে পারে সেটাও তৈরি করতে সাহায্য করবে ‘Help Me Write’। ইমেল টেমপ্লেট ট্র্যাক রেখে ব্যবহারকারীকে সংগঠিত থাকতে সাহায্য করবে।

Help Me Write Using Tips

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যত ইনপুট দেবেন ব্যবহারকারীরা ততই ভালো উত্তর দিতে পারবে এই ফিচার।
  • এর মাধ্যমে অত্যন্ত ভালো ইমেইল ড্রাফট জেনারেট করা সম্ভব হবে।
  • একাধিক টাস্কের ক্ষেত্রে সাহায্য করবে Help Me Write ফিচার।
  • দ্রুত থ্যাংক ইউ নোট পাঠানো থেকে শুরু করে মিটিং শিডিউল করা সবকিছুই করে দেবে এই নয়া ফিচারটি।