Read In
Whatsapp

WhatsApp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিশাল পরিবর্তন, হাজির 5 টি নয়া ফিচার

WhatsApp: সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হিসেবে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছে WhatsApp। তবে কেবলমাত্র চ্যাটিং অ্যাপ হিসেবেই নয়। WhatsApp থেকে খুব সহজেই ভয়েস এবং ভিডিও কলিং করা যায়। এমনকি ব্যক্তিগত…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp: সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হিসেবে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছে WhatsApp। তবে কেবলমাত্র চ্যাটিং অ্যাপ হিসেবেই নয়। WhatsApp থেকে খুব সহজেই ভয়েস এবং ভিডিও কলিং করা যায়। এমনকি ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি তুলে ধরা যায় স্ট্যাটাস হিসেবে। প্রায় 24 ঘন্টা বৈধ থাকে সেই পোস্টগুলি। মেসেজ, কলিংয়ের মতোই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটেও রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুরক্ষা। সম্প্রতি স্ট্যাটাস আপডেটকে আরও মজাদার করে তুলতে একগুচ্ছ ফিচার এনেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

WhatsApp Status Update

প্রাইভেট অডিয়েন্স সিলেক্টর

সমস্ত Whatsapp স্ট্যাটাস সকলকে দেখানো যায় না। আর সে কথা চিন্তা করেই মেটা নিয়ে এসেছে প্রাইভেসি সেটিংস। অর্থাৎ এবার একজন ব্যবহারকারী নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সে তার স্ট্যাটাস কাকে দেখাতে চান আর কাকে দেখাতে চান না।

আরও পড়ুন: WhatsApp: আর হারাবে না প্রিয় মানুষের চ্যাট! চলে এল হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

ভয়েস স্ট্যাটাস

আজকাল ছবি, ভিডিও, GIF এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়া যায় ভয়েস নোট। 30 সেকেন্ডের ভয়েস নোট খুব সহজেই পাবলিশ করা যায় Whatsapp স্ট্যাটাস হিসেবে। মনের ভাব প্রকাশ করার জন্য এটিও কিন্তু সেরা মাধ্যম।

স্ট্যাটাস রিঅ্যাকশন

দীর্ঘদিনের ব্যবহারকারীদের দাবি মেনে অবশেষে স্ট্যাটাস রিঅ্যাকশন ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় এই অ্যাপে।

প্রোফাইলে রিং

প্রিয় মানুষের স্ট্যাটাস যাতে মিস না হয়ে যায় সে কারণে নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। কোনো ব্যক্তি যদি স্ট্যাটাস আপডেট করেন তাহলেই চ্যাট স্ক্রিনে প্রোফাইলে ছবির চারপাশে সবুজ রিং দেখা যায়। সেখানে ট্যাপ করলেই সরাসরি পৌঁছে যাওয়া যায় ওই ব্যক্তির স্ট্যাটাস আপডেটে।

স্ট্যাটাসে লিঙ্ক প্রিভিউ

স্ট্যাটাসে যে কোনো ধরনের লিঙ্ক পোস্ট করা হলে সেখান থেকেই দেখে নেওয়া যাবে প্রিভিউ। ফলে কষ্ট করে আর যেতে হবে না লিঙ্কের ভেতরে। কারণ বাইরে থেকেই দেখে নেওয়া যাবে সবটা।