Read In
Whatsapp

WhatsApp: রাতভর মনের মানুষের সঙ্গে চ্যাটিং করুন গোপনে, বিশেষ টেকনোলজি নিয়ে হাজির WhatsApp

WhatsApp: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে সাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সময় যত এগোচ্ছে ততই একগুচ্ছ বদল আসছে এই অ্যাপে। আর সে কারণেই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মতোই…

Published By: Additiya Banerjee | Published On:

WhatsApp: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে সাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সময় যত এগোচ্ছে ততই একগুচ্ছ বদল আসছে এই অ্যাপে। আর সে কারণেই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মতোই হয়ে দাঁড়িয়েছে এটিও। ফলে খুব সহজেই নজরে পড়ছে স্ক্যামারদের। নিমেষের মধ্যেই ফাঁস হয়ে যাচ্ছে গোপন তথ্য। তবে অনেকেই জানেন না যে হোয়াটসঅ্যাপে সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে একগুচ্ছ ফিচার রয়েছে। কী কী? সেটাই তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

WhatsApp ব্যবহার করেন অনেকেই কিন্তু এই অ্যাপের নানান খুঁটিনাটি সম্পর্কে জানেন না বহু ব্যবহারকারীরা। অনেকেই হয়তো জানেন না যে ঠিক কোন কোন ফিচার্স এসেছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো সেই তথ্য।

WhatsApp New Features

অফলাইন থেকে এবার প্রিয় মানুষ কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে করা যাবে চ্যাট। আসলে এই হোয়াটসঅ্যাপে রয়েছে এমন একটি ফিচার্স যেখানে ব্যবহারকারী অনলাইন থাকলেও অনেকেই দেখতে পাবেন না। যার ফলে খুব সহজেই লুকিয়ে করা যাবে চ্যাট। আর তাই রাত জেগে যদি মনের মানুষের সঙ্গে কথা বলতে হয় তাহলেও কিন্তু বেছে নেওয়া যাবে এই প্ল্যাটফর্ম।

  • অনলাইন স্ট্যাটাস লোকানোর জন্য প্রথমেই চলে যেতে হবে সেটিংস অপশনে।
  • এরপর সেখান থেকে প্রাইভেসি অপশনটি বেছে নিতে হবে।
  • সেখানেই রয়েছে Last Seen এবং Online এর অপশন। সেখানে করতে হবে ক্লিক।
  • এরপর Last Seen অপশনের জায়গায় করতে হবে Nobody। তাহলেই কিন্তু অনলাইন স্ট্যাটাসও নিজে থেকেই হয়ে যাবে Nobody।
  • এই স্ট্যাটাস একবার চালু হয়ে গেলেই আর কেউ দেখতে পাবে না অনলাইন। যখন ইচ্ছে তখন বদলেও ফেলা যাবে এই স্ট্যাটাস।