Read In
Whatsapp

UPI: এই কাজ না করলেই বিপদ, বন্ধ হয়ে যাবে UPI

UPI: ডিজিটাল এই দুনিয়ায় আজ সবকিছুই হাতের মুঠোয়। এখন আর কাউকেই মানিব্যাগ নিয়ে বেরোতে হয় না বাড়ি থেকে। কেবলমাত্র স্মার্টফোন সঙ্গে থাকলেই নানান সমস্যার হয়ে যায় সমাধান। চায়ের দোকান হোক…

Published By: Debosmita Dhar | Published On:

UPI: ডিজিটাল এই দুনিয়ায় আজ সবকিছুই হাতের মুঠোয়। এখন আর কাউকেই মানিব্যাগ নিয়ে বেরোতে হয় না বাড়ি থেকে। কেবলমাত্র স্মার্টফোন সঙ্গে থাকলেই নানান সমস্যার হয়ে যায় সমাধান। চায়ের দোকান হোক কিংবা মুদিখানা সর্বত্রই রয়েছে UPI পেমেন্টের সুবিধা। তবে এবার ব্যবহারকারীদের জন্য এলো দুঃখের খবর। এই কাজ না করলেই সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে UPI।

বিগত বেশ কয়েক বছর ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে UPI-এর ব্যবহার। ফোন পে, গুগল পে, পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি অনলাইন UPI পেমেন্ট আগের তুলনায় আরও অনেকটাই সহজ করে দিয়েছে। লাখ লাখ মানুষের ভরসা এখন এই UPI পেমেন্ট অপশন। আর এবার ইউপিআই নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় সংস্থা।

UPI Payment

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মূলত UPI পরিচালনার দায়িত্বে রয়েছে। সম্প্রতি এই সংস্থা নির্দেশ দিয়েছে, যে সমস্ত UPI Id থেকে বিগত এক বছরে কোনো রকম লেনদেন হয়নি সেই সমস্ত UPI Id বন্ধ করে দেওয়া হবে। যদিও তার আগে ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে গ্রাহকদের। চলতি মাসের 31 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা।

আরও পড়ুন: Red Magic 9 Pro Plus: Xiomi, Realme অতীত! বাজার কাঁপাতে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী Android ফোন

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন ব্যক্তির দুই বা ততোধিক UPI Id রয়েছে। বেশিরভাগ সময় সমস্ত আইডি থেকে হয় না লেনদেন। আর এতেই বারে সমস্যা। এমনকি অনেকেই সিম চেঞ্জ করে দিলেও বন্ধ করেন না UPI Id। এতেও কিন্তু সমস্যা দেখা দেয়। UPI Id সক্রিয় থাকায় নতুন করে যখন কোনো ব্যক্তি ওই আগের নম্বর পান তখন ভুল লেনদেনের মুখে পড়তে হয়। আর সে কারণেই এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। তাই গ্রাহক যদি নিজের UPI Id সক্রিয় রাখতে চান তাহলে আইডি দিয়ে পেমেন্ট করতে হবে অথবা গ্রহণ করতে হবে পেমেন্ট এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।