Read In
Whatsapp

TRAI : আসবে না কোনো স্প্যাম কল অথবা মেসেজ! আজই ডাউনলোড করুন এই DND অ্যাপ

টেলিমার্কেটিং আর ঘন ঘন Spam Call-এর চক্করে বিরক্ত! ধরুন অফিসে প্রচুর কাজে ব্যস্ত তার মাঝে কখনো লোন নেওয়ার জন্য ফোন কখনো আবার কোনো ভুয়ো কল.. এমন বিরক্তিকর পরিস্থিতিতে আপনারা সকলেই…

Published By: Debosmita Dhar | Published On:

টেলিমার্কেটিং আর ঘন ঘন Spam Call-এর চক্করে বিরক্ত! ধরুন অফিসে প্রচুর কাজে ব্যস্ত তার মাঝে কখনো লোন নেওয়ার জন্য ফোন কখনো আবার কোনো ভুয়ো কল.. এমন বিরক্তিকর পরিস্থিতিতে আপনারা সকলেই নিশ্চয় পড়েছেন। প্রতিদিন একপ্রকার নিয়ম করে এসেই চলে ফোনে। আর এই বিরক্তিকর স্প্যাম কল থেকে জনগণকে বাঁচাতে দ্য টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) কাজ করে চলেছে। লাগু করা হয়েছে একাধিক নিয়ম তার মধ্যে অন্যতম DND বা Do Not Disturb

এই অ্যাপ ব্যবহারকারীদের স্প্যাম কল ও টেক্সট ব্লক করে দেয়। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছিল অ্যাপটির এন্ড্রয়েড সংস্করণটি বেশিরভাগ ব্যবহারকারীদের জন্য সমস্যার সৃষ্টি করছে যা গুগল প্লে স্টোরে বেশিরভাগ রিভিউ এ দেখা যাচ্ছে। সম্প্রতি এই বিষয়েই মুখ খুলেছেন TRAI অর্থাৎ দ্য টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়ার সেক্রেটারি।

সেক্রেটারি ভি রঘুনন্দন জানিয়েছেন যে টেলিকম নিয়ন্ত্রক DND অ্যাপ ব্যবহার করার সময় গ্রাহকদের যে প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হচ্ছেন তা ঠিক করার জন্য কাজ করছে তারা। ইতিমধ্যে এই সমস্যাগুলির সমাধান করার জন্য একটি এজেন্সিও নিয়োগ করা হয়েছে বলে খবর। ফলে বেশিরভাগ বাগ বা সমস্যাগুলি সমাধান করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছরের মার্চের মধ্যেই সমস্ত এন্ড্রয়েড ডিভাইসের DND অ্যাপ সঠিকভাবে কাজ করবে।

উল্লেখ্য এই অ্যাপ 2016 সালে চালু হবার পর থেকেই প্রচুর স্প্যাম কল এবং এসএমএস এর সংখ্যা কমিয়েছে। True Caller এর CEO এর মতে ভারতে 270 মিলিয়ন মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। প্রসঙ্গত চাইলে বর্তমানেও Android ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে DND ডাউনলোড করতে পারেন। এই অ্যাপে লগইন করলে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে ডু নট ডিস্টার্ব এর তালিকায় যুক্ত হবে।