Read In
Whatsapp

Tecno: নয়া উদ্যোগ Techno-র, বাজার কাঁপাতে একসঙ্গে আসছে 24টি স্মার্টফোন! থাকছে এই আকর্ষণীয় সুবিধা

Tecno: বছরের পর বছর ধরে স্মার্টফোনের দুনিয়ায় পসার জমিয়ে রেখেছে Xiomi, Vivo, OnePlus, Oppo, Samsung এর মতো নামিদামি সংস্থাগুলি। আর এই সংস্থাগুলি থেকে অনুপ্রাণিত হয়েই একের পর এক কম দামে…

Published By: Debosmita Dhar | Published On:

Tecno: বছরের পর বছর ধরে স্মার্টফোনের দুনিয়ায় পসার জমিয়ে রেখেছে Xiomi, Vivo, OnePlus, Oppo, Samsung এর মতো নামিদামি সংস্থাগুলি। আর এই সংস্থাগুলি থেকে অনুপ্রাণিত হয়েই একের পর এক কম দামে ফোন লঞ্চ করছে Infinix, Techno-র মতো মোবাইল সংস্থা। ইতিমধ্যেই এই সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে একগুচ্ছ স্মার্টফোন। তবে এবার একেবারে অন্যরকম উদ্যোগ নিয়ে ফেলল Techno। একটি বা দুটি নয়, সাধারণ মানুষের নজর কাড়তে একসঙ্গে 24 টি ফোন লঞ্চ করতে চলেছে Techno Mobile India।

বর্তমানে ভারতীয় বাজারে যে কয়েকটি মোবাইল সংস্থা রয়েছে তার মধ্যে ষষ্ঠতম স্থান দখল করে রেখেছে Techno Mobile India। আসলে খুব অল্প টাকা খরচ করেই এই কোম্পানির স্মার্টফোন কিনতে পারছেন আমজনতা। আর এবার আগামী দু বছরের মধ্যে দেশের বিভিন্ন শহরগুলিতে নিজেদের ময়দান শক্ত করতে চাইছে এই স্মার্টফোন কোম্পানি। সে কারণেই একসঙ্গে লঞ্চ করতে চলেছে দুই ডজন ফোন।

আরও পড়ুন: Google Pay: এভাবে গুগল পে ব্যবহার করলেই বিপদ, হারাতে হবে সঞ্চিত অর্থ

যদিও সাধারণের কথা চিন্তা করে ইতিমধ্যেই Xiomi, Realme র নতুন সংস্থাগুলি 10,000 টাকার নিচে 5G ফোন নিয়ে হাজির হয়েছে। আর এবার সেই একই পথে হাঁটতে চলেছে Techno Mobile India। অন্যান্য সংস্থাগুলির মতো জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে ভারতে নিজেদের মাটি শক্ত করতে চাইছে এই সংস্থা।

Techno Mobile’s Saler Target

বিভিন্ন তথ্য থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বহু টাকার ফোন বিক্রি করেছে এই সংস্থা। আর এবার তাদের লক্ষ্য 1.5 মিলিয়ন ছুঁয়ে ফেলা। বিশেষজ্ঞদের মতে, যে পথে হাঁটছে Techno Mobile India সেই পলিসি যদি কার্যকর হয় তাহলে নিঃসন্দেহে তারা দেখবে লাভের মুখ।