Read In
Whatsapp

Redmi Earbuds: জলের দামে EarBuds দিচ্ছে Redmi! দাম শুনলে চমকে যাবেন

Redmi Earbuds: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে শাওমি নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও বা TWS Redmi Buds 5 লঞ্চ হয়ে গেল ভারতে। একগুচ্ছ ফিচার সমৃদ্ধ এই ইয়ারবাডে মিলবে সেরা অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন…

Published By: Palash | Published On:

Redmi Earbuds: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে শাওমি নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও বা TWS Redmi Buds 5 লঞ্চ হয়ে গেল ভারতে। একগুচ্ছ ফিচার সমৃদ্ধ এই ইয়ারবাডে মিলবে সেরা অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। ANC পাওয়া যাবে 46dB পর্যন্ত। বর্তমান সময় অবশ্য TWS-এর বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওপো এবং রিয়েলমি। লড়াই ময়দানে নেমে পড়েছে বুট এবং ওয়ানপ্লাস। আর এবার সেই প্রতিযোগিতায় নিজের জমি শক্ত করতে হাজির Redmi Buds 5

Redmi Buds 5 Specification

যে কোনও ওয়্যারলেস ইয়ারবাড কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেওয়া উচিত স্পেসিফিকেশন। এতেই অনেকটা সুবিধা হয় ইউজারদের। এক নজরে দেখে নেওয়া যাক Redmi Buds 5 এর নানান খুঁটিনাটি।

Background Noise Cancellation

এতে রয়েছে 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার, 46dB পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন বা ANC ফিচার। একবার এটি কানে দিলে চারিপাশে কী হচ্ছে তা বুঝতেই পারবেন না ইউজাররা। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, 99.5 শতাংশ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে দেবে না এই ইয়ারবাড। এটি মিলবে একটি ওভাল আয়তনের কেসের সঙ্গে। থাকছে এআই সুবিধা। এতে রয়েছে তিনটি ট্রান্সপ্যারেন্সি মোড। নিজেদের পছন্দের গান অনুসারে সেই মোড পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা।

Two Device Can Be Connected Together

Redmi Buds 5-এ একসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। খুব সহজেই ট্র্যাক করা যাবে ইয়ারবাডের লোকেশন।

Bluetooth Connectivity

Redmi Buds 5– এ রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি 5.3 ভার্সন।

সংস্থার তরফে দাবী করা হচ্ছে দ্রুত গুগল পেয়ার সাপোর্ট হয় এতে। রয়েছে টাচ কন্ট্রোলের সুবিধা। এতে মিলছে IP54 রেটিং। যা ধুলোবালি থেকে খুব সহজেই রক্ষা করবে। শাওমি ইয়ারবাডস অ্যাপ দিয়ে খুব সহজেই কন্ট্রোল করা যাবে Redmi Buds 5-এর সমস্ত ফিচার।

Charging Capacity

সংস্কার তরফ থেকে দাবি করা হচ্ছে, এতে পাওয়া যাবে ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র 10 মিনিট সময় লাগবে এটি চার্জ হতে। লাগাতার ব্যবহার করা সত্ত্বেও প্লেব্যাক দিতে পারবে 4 ঘন্টা পর্যন্ত।

Price

ভারতের বুকে Redmi Buds 5-এর দাম রাখা হয়েছে মাত্র 2,999 টাকা। অনলাইন এবং অফলাইন সর্বত্রই পাওয়া যাবে এই ইয়ারবাড।