Read In
Whatsapp

Old Mobile Sell: পুরনো স্মার্টফোন বিক্রি এবার আরও সহজ, চড়া দাম মিলছে এই ওয়েবসাইটে

Old Mobile Sell: একটা সময় অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে খরচ করতে হতো মোটা অঙ্কের টাকা। তবে বর্তমানে একেবারেই সস্তায় মিলছে স্মার্টফোন। আর তাই অনেকেই পুরনো ফোন বিক্রি (Old Mobile Sell)…

Published By: Debosmita Dhar | Published On:

Old Mobile Sell: একটা সময় অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে খরচ করতে হতো মোটা অঙ্কের টাকা। তবে বর্তমানে একেবারেই সস্তায় মিলছে স্মার্টফোন। আর তাই অনেকেই পুরনো ফোন বিক্রি (Old Mobile Sell) করে নতুন ফোন কিনতে চাইছেন। তবে পুরনো ফোন বিক্রি করে মিলছে না ভালো টাকা। যদিও এবার আর চিন্তা নেই। খুব সহজেই বেশ কিছু ওয়েবসাইট ব্যবহার করে চড়া দামে বিক্রি করা যাবে ব্যবহৃত মোবাইল।

UPI Payment Limit: বদলে গেল নিয়ম, এবার UPI-তে পাঠানো যাবে 5 লাখ টাকা

Old Mobile Sell Website

Cashify

পুরনো স্মার্টফোন বিক্রির সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট হল Cashify। এখানে স্মার্টফোন ছাড়াও সহজেই বিক্রি করা যাবে টিভি, ল্যাপটপ, ট্যাবলেট সহ নানান ইলেকট্রনিক্স গ্যাজেট। মিলবে চড়া দাম।

Budli

পুরনো স্মার্টফোন বিক্রি করার আরও একটি জনপ্রিয় ওয়েবসাইট হল Budli। এখানে সরাসরি নিজের ফোনের বর্তমান অবস্থা জানিয়ে তার দাম জেনে নেওয়া যাবে। এরপর যদি দামে সন্তুষ্ট হওয়া যায় তাহলে ওয়েবসাইটের তরফে ইমেইল পাঠানো হবে সেই ব্যক্তিকে। এরপর বাড়িতে এসে পুরনো ফোন নিয়ে যাবে এই কোম্পানি।

Moswap

মোবাইল থেকে শুরু করে কম্পিউটার। আইপ্যাড, অ্যান্ড্রয়েড এবং IOS ডিভাইস খুব সহজেই বিক্রি করা যাবে Moswap ওয়েবসাইটে। মিলবে মনের মতো দাম।

Atterobay

সেকেন্ড হ্যান্ড মোবাইল কিংবা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট বিক্রি করা যাবে Atterobay ওয়েবসাইটে। নিজের ফোনের অবস্থা জানানোর পরেই জেনে নেওয়া যাবে দাম। এরপর বাড়িতে এসে ফোন পরীক্ষা করে দেখে নেবেন কোম্পানির লোকেরা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা।

Karma Recycling

যেকোনো ধরনের ডিভাইস বিক্রি করা যাবে Karma Recycling নামক ওয়েবসাইটে। স্মার্টফোন ছাড়াও এখানে ল্যাপটপ বিক্রি করার সুযোগ থাকছে।

এছাড়াও পুরনো ফোন বিক্রি করার যাবে OLX এর মতো ক্লাসিফাইড ওয়েবসাইটে। এখানে সরাসরি বিক্রেতার সঙ্গে করা যাবে যোগাযোগ। এছাড়াও স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে Amazon, Flipkart এর মতো জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট গুলিতে।