Read In
Whatsapp

WhatsApp: কপি পেস্ট করতে অতীত, এবার হোয়াটসঅ্যাপেই মিলবে ক্রিসমাস স্টিকার

WhatsApp: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন একটা বছর। তার আগেই অবশ্য হয়েছে বড়দিন। অর্থাৎ ক্রিস্টমাস। বছরের বিশেষ এই দিনটি উদযাপন করতে এবার WhatsApp এ এলো নয়া…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন একটা বছর। তার আগেই অবশ্য হয়েছে বড়দিন। অর্থাৎ ক্রিস্টমাস। বছরের বিশেষ এই দিনটি উদযাপন করতে এবার WhatsApp এ এলো নয়া ফিচার। কষ্ট করে আর করতে হবে না মেসেজ টাইপিং। খুব সহজেই এবার বিশেষ এই দিনের শুভেচ্ছা জানানো যাবে বন্ধু-বান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের।

বর্তমান সময় দাড়িয়ে মেসেজিং অ্যাপ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে WhatsApp। কর্মক্ষেত্রের জন্য হোক কিংবা প্রিয়জন অথবা বন্ধু-বান্ধবকে মেসেজ করতে প্রায় সকলেই ব্যবহার করেন এই অ্যাপ। এটি একদিকে যেমন নিরাপদ ঠিক তেমনই ব্যবহার করা অত্যন্ত সহজ। ইতিমধ্যেই জনপ্রিয় এই অ্যাপে যুক্ত হয়েছে একগুচ্ছ ফিচার্স। আর এবার সেখানেই জুরল নতুন কিছু।

আরও পড়ুন: Red Magic 9 Pro Plus: Xiomi, Realme অতীত! বাজার কাঁপাতে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী Android ফোন

WhatsApp Sticker

এখন আর কষ্ট করে করতে হয় না টাইপিং। মনের ভাব বোঝাতে ভয়েস নোট পাঠিয়ে দেওয়া যায় সহজেই। রয়েছে নানান রকম স্টিকারের সুবিধা। আর এবার সেই তালিকাতে জরল ক্রিসমাস স্টিকার। যদিও 2021 সাল থেকেই এই পরিষেবা চালু হয়েছে। তবে প্রত্যেক বছরই ক্রিসমাসের আগে নতুন করে চলে আসে একগুচ্ছ স্টিকার।

How to Download Christmas Stiker

  • প্রথমেই নিজের স্মার্ট ফোন ব্যবহার করে খুলতে হবে WhatsApp।
  • এরপর যেকোনো একটি চ্যাট খুলে স্মাইলি অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর GIF এর পাশে যে স্টিকার আইকনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
  • উপরের দিকে ডানদিকে দেখা যাবে ‘+’ চিহ্ন।
  • নিচের দিকে স্ক্রোল করে অল স্টিকার অপশনে আসতে হবে।
  • এরপর সেখান থেকেই খুলে যাবে Google Play Store
  • সেখানে গিয়ে Christmas Stiker লিখে সার্চ করলেই চলে আসবে একগুচ্ছ স্টিকার।
  • সেখান থেকেই করে নিতে হবে ডাউনলোড।