Read In
Whatsapp

Fraud: মুহূর্তেই হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট খালি, ফোনে এই অ্যাপ থাকলেই মহা বিপদ!

Fraud: স্মার্টফোনের জামানায় আজ সবকিছুই হাতের মুঠোয়। শপিং হোক কিংবা খাওয়া-দাওয়া, বাড়িতে বসে কেবলমাত্র একটা ক্লিক করেই হাতের কাছে পাওয়া যাচ্ছে সবকিছু। তবে প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে তেমনই রয়েছে…

Published By: Debosmita Dhar | Published On:

Fraud: স্মার্টফোনের জামানায় আজ সবকিছুই হাতের মুঠোয়। শপিং হোক কিংবা খাওয়া-দাওয়া, বাড়িতে বসে কেবলমাত্র একটা ক্লিক করেই হাতের কাছে পাওয়া যাচ্ছে সবকিছু। তবে প্রযুক্তির যেমন ভালো দিক রয়েছে তেমনই রয়েছে খারাপ দিক। আসলে বেশ কিছু অসাধু ব্যক্তি এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই করে চলেছেন একের পর এক প্রতারণা (Fraud)।

আগের তুলনায় অনেকটাই সিকিউরিটি বেড়েছে স্মার্টফোনের। বিশেষ করে আমজনতা ঝুঁকছেন আইফোনের দিকে। অনেকেই মনে করেন আইফোন সহজে হ্যাক করতে পারে না হ্যাকাররা। তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছে অন্য কথা, আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড। সব ফোনই সহজেই হ্যাক করে নিচ্ছেন প্রতারকরা। মুহূর্তের মধ্যেই করে দিচ্ছেন অ্যাকাউন্ট খালি। সাধারণ মানুষকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে এবার নয়া উদ্যোগ গুগলের।

আরও পড়ুন: Techno Spark Go 2024: 7,000 এর কম দামে পাবেন iPhone এর ফিচার্স, থাকছে 6GB Ram ও 90Hz ডিসপ্লে

সম্প্রতি জানা গিয়েছে, গুগল প্লে স্টোরে এমন বেশ কিছু অ্যাপ ছিল যেগুলি ফোনে ডাউনলোড করে নিলেই খুব সহজেই গোপনীয় তথ্য চলে যাচ্ছিল হ্যাকারদের হাতে। বিশেষ করে ফটো এডিটিং কিংবা ভিডিও এডিটিং অ্যাপগুলি কাজে লাগিয়ে প্রতারণার জাল ছড়িয়ে দিয়েছিলেন প্রতারকরা। আর সে কারণেই একগুচ্ছ অ্যাপ ব্যান্ড করা হয়েছে গুগলের তরফে। আগামী দিনে আর সেই সমস্ত অ্যাপগুলি ডাউনলোড করতে পারবেন না আমজনতা। ফলে মোবাইল এবং গোপনীয় তথ্য সবই থাকবে গোপনে।

উল্লেখ্য, এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি ডাউনলোড করার সময় মোবাইলে তথ্য সুরক্ষিত রাখার কথা বললেও পরবর্তীতে দেখা যাচ্ছে সেই অ্যাপগুলির জেরে ফাঁস হয়ে যাচ্ছে কন্টাক্ট ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার সহ গুরুত্বপূর্ণ নানান তথ্য। এর ফলে কোনোরকম ওটিপি কিংবা লিঙ্ক না পাঠিয়েও খুব সহজেই গুরুত্বপূর্ণ সমস্ত নথি পেয়ে যাচ্ছেন হ্যাকাররা। যার ফলে একেবারেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর তাই সতর্ক থাকা ভীষণ জরুরী। না হলেই ঘটতে পারে দুর্ঘটনা।