Read In
Whatsapp

Microsoft AI: এবার কম্পিউটার Keyboard-এও AI বাটন, অভিনব উদ্যোগ Microsoft-র, থাকছে কী কী সুবিধা?

Microsoft AI: ব্যবহারকারীদের একগুচ্ছ সুবিধা দিতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে Windows। আর এবার ঘটল দারুন ঘটনা। AI সার্চিং এর জন্য আর বারে বারে গুগলে যেতে হবে না উইন্ডোজ…

Published By: Debosmita Dhar | Published On:

Microsoft AI: ব্যবহারকারীদের একগুচ্ছ সুবিধা দিতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে Windows। আর এবার ঘটল দারুন ঘটনা। AI সার্চিং এর জন্য আর বারে বারে গুগলে যেতে হবে না উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীদের। কারণ কি-বোর্ডেই মিলবে একটি বিশেষ বাটন। আর সেই বাটানেই Microsoft AI Copilot সার্ভিস থাকবে অ্যাক্টিভ। অর্থাৎ এবার থেকে খুব সহজেই উইন্ডোজ কম্পিউটারের কিবোর্ড থেকে Microsoft AI সার্ভিস পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

বিশেষ এই বাটনটির নাম দেওয়া হয়েছে Copilot Key। স্পেস বারের ঠিক ডান দিকেই রয়েছে এই বাটন। অন্যান্য বাটনের তুলনায় এই বাটনটি কিন্তু দেখতেও অনেকটা আলাদা। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মাইক্রোসফটের হার্ডওয়ার পার্টনাররা আগামী দিনে CES প্রযুক্তি সম্মেলনে Copilot Key সহ উইন্ডোজ কম্পিউটারগুলি প্রদর্শন করবে। সময়ের সঙ্গে সঙ্গে এটির প্রয়োজনও অনেকটাই বাড়বে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।

সংস্থা সূত্রে জানা যাচ্ছে, Microsoft AI পরিষেবা গুলি এখনো পর্যন্ত সেভাবে বিক্রির জন্য তৈরি হয়নি। এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। আর সেটা হল, Copilot এর এই বৈশিষ্ট্য গুলি একেবারেই নতুন। এগুলি একমাত্র সেই ডিভাইসগুলিতে রোলআউট করা হচ্ছে যেগুলিতে ইতিমধ্যেই Copilot দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীদের অবশ্যই সিস্টেম আপডেট করে নিতে হবে।

আরও পড়ুন: Unsafe Passwords: সাবধান, এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করছেন? মহাবিপদে পড়ার আগেই নিন বদলে

উল্লেখ্য, দিনের পর দিন ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একের পর এক মাইল ফলক ছুঁয়ে চলেছেন শিল্পীরা। অসাধু ব্যক্তিরা অবশ্য এই প্রযুক্তিকে ব্যবহার করছেন ভুল কাজে। আর এইসবের মাঝেই চলে এলো নয়া সুখবর। এবার উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীরা পেয়ে চলেছেন বাড়তি সুবিধা।