Read In
Whatsapp

WhatsApp: আর হারাবে না প্রিয় মানুষের চ্যাট! চলে এল হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

WhatsApp: সমগ্র বিশ্ব জুড়ে ব্যবহৃত হওয়া সবথেকে জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম হল WhatsApp। প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। কেউবা ব্যক্তিগত কারণে কেউ আবার অফিসের কাজের কারণে। এই চ্যাটিং…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp: সমগ্র বিশ্ব জুড়ে ব্যবহৃত হওয়া সবথেকে জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম হল WhatsApp। প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। কেউবা ব্যক্তিগত কারণে কেউ আবার অফিসের কাজের কারণে। এই চ্যাটিং অ্যাপে রয়েছে একাধিক ফিচার্স। তার মধ্যে জনপ্রিয় কয়েকটি ফিচার্স সম্পর্কে অবগত নন ব্যবহারকারীরা। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই একটি অজানা ফিচার্স সম্পর্কে বিস্তারিত।

অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপে চালু রয়েছে পিন টেক্সট ফিচার। তবে এবার WhatsApp ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা দিতে এই ফিচার্সে আনা হল নতুনত্ব। অ্যান্ড্রয়েড, আইওএস এবং পিসি ব্যবহারকারীদের জন্য রোলআউড চলছে বর্তমানে। এটি যে কোনো ধরনের গ্রুপ মেসেজ এবং পৃথক চ্যাটকে গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবে হাইলাইট করতে সাহায্য করে।

আরও পড়ুন: Best Mobile: লাগবে না 20,000 টাকাও, সস্তায় মিলছে সেরা স্মার্টফোন

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পিন করা চ্যাটগুলি হোয়াটসঅ্যাপ হোম উইন্ডোতে স্থির থাকাকালীন চ্যাট পিন উইন্ডোতে কতক্ষণ বার্তা পিন করতে চান সেটা এবার নিজেই ঠিক করে নিতে পারবেন ব্যবহারকারীরা। পিন করা মেসেজগুলি 24 ঘন্টা, 7 দিন, 30 দিনের জন্য স্থায়ী করা সম্ভব। মেসেজ পিন করার সময় প্রদর্শিত হবে একটি ব্যানার। এরপর সেখান থেকেই বেছে নিতে হবে সময়।

How to Pin WhatsApp Message

  • পছন্দসই বার্তা আলতো করে চেপে ধরতে হবে।
  • এরপর উপরে দেখা যাবে বেশ কয়েকটি অপশন।
  • তার মধ্যে থেকে একেবারে প্রথমে পিনের মতো দেখতে একটি আইকন দেখা যাবে।
  • সেখানে ট্যাপ করলেই খুলে যাবে নতুন একটি উন্ডো।
  • সেখান থেকে ঠিক করে নিতে হবে কতক্ষণের জন্য বার্তা পিন করতে চাইছেন ব্যবহারকারীরা।

How To Unpin a WhatsApp Message

  • একইভাবে প্রথমে যে বার্তাটি পিন করা রয়েছে সেটি আলতো করে চেপে ধরতে হবে।
  • আগের মতই ওপরে দেখা যাবে বেশ কয়েকটি অপশন।
  • এবার পিনের মতো দেখতে অপশনের গায়ে থাকবে একটি দাগ।
  • সেটি বেছে নিলেই আন পিন হয়ে যাবে মেসেজ।