Read In
Whatsapp

WhatsApp: অযাচিত গ্রুপের জ্বালা এবার শেষ, এই কাজ করলেই মুক্তি

WhatsApp: সোশ্যাল মিডিয়ার জামানায় আজ সবকিছুই হয়ে গিয়েছে ভীষণ সহজ। ব্যবসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইনে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp: সোশ্যাল মিডিয়ার জামানায় আজ সবকিছুই হয়ে গিয়েছে ভীষণ সহজ। ব্যবসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইনে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ (WhataApp)। লেখাপড়ার জিনিসপত্র আদান-প্রদান হোক কিংবা অফিসের গুরুত্বপূর্ণ কাজ সব কিছুর জন্যই কমবেশি সকলেই ভরসা রাখেন হোয়াটসঅ্যাপে।

তবে নানান রকম সুবিধা থাকলেও মাঝেমধ্যেই এই হোয়াটসঅ্যাপই (WhatsApp) হয়ে ওঠে আমাদের বিরক্তির কারণ। আসলে এমন অনেকেই রয়েছেন যারা ব্যবসা করার জন্য খুলে বসেন একগুচ্ছ গ্রুপ। আর সেই গ্রুপে অনিচ্ছা থাকা সত্ত্বেও হয়ে যেতে হয় অ্যাড। অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করার সময় সেই গ্রুপে আসা টুংটাং ম্যাসেজের শব্দ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

আসলে বিভিন্ন ধরনের প্রচারমূলক গ্রুপে একবার অন্তর্ভুক্ত হয়ে গেলেই বিপদ। এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা একটাই আর সেটা হল গ্রুপ থেকে রিমুভ হয়ে যাওয়া। তবে তাতেও কিন্তু সমস্যার সমাধান হয় না। অনেক সময় দেখা যায় ওই গ্রুপের পরিচালক অর্থাৎ অ্যাডমিন অন্য কোনো গ্রুপে নথিভুক্ত করে দেয় নাম্বার। তাহলে? উপায় আছে। আর সেই উপায় জানলেই অযাচিত এই ম্যাসেজের হাত থেকে মিলবে মুক্তি। আজকের প্রতিবেদনে রইল সেই তথ্য।

আরও পড়ুন:Free Fire Max Redeem Code 27th December 2023: এই কোডগুলো থেকে জিতুন পার্মানেন্ট স্কিন ও ডায়মন্ড, রইলো রিডিম করার পদ্ধতি

How To Block WhstsApp Group Admin

  • এর জন্য প্রথমেই খুলে নিতে হবে WhatsApp অ্যাপটি।
  • এরপর সেখান থেকে চলে যেতে হবে সেটিংস অপশনে।
  • সেখানেই মিলে যাবে প্রাইভেসি অপশনটি।
  • সেটিতে ক্লিক করলেই দেখা যাবে Block অপশন।
  • এরপর সেখানে থাকা ‘+’ চিহ্নে ক্লিক করে খুব সহজেই নিজের মোবাইলে থাকা ঐ গ্রুপ অ্যাডমিনের নম্বর ব্লক করে দেওয়া যাবে।