Read In
Whatsapp

What’s App: দুর্দান্ত আপডেট আনলো ‘What’s App’, উপকৃত হবে সাধারণ মানুষ

What's App: ইনস্ট্যান্ট মেসেজিং হিসেবে দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে What's App। বর্তমান সময় দাঁড়িয়ে অবশ্য অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলির মতোই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপেও এসেছে ব্যাপক পরিবর্তন। সাধারণের…

Published By: Palash | Published On:

What’s App: ইনস্ট্যান্ট মেসেজিং হিসেবে দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে What’s App। বর্তমান সময় দাঁড়িয়ে অবশ্য অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলির মতোই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপেও এসেছে ব্যাপক পরিবর্তন। সাধারণের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক পরিবর্তন আসছে What’s App-এ। এবারও বদলে গেল বেশ কিছু নিয়ম।

সম্প্রতি দুটি যুগান্তরকারী পরিবর্তন আনা হয়েছে What’s App-এ। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করেছে ব্যবহারকারীদের। একটি হল স্বয়ংক্রিয় অ্যালবাম বৈশিষ্ট্যের সূচনা এবং অন্যটি পুনরায় ডিজাইন করা স্ট্যাটাস আপডেট শিরোনাম। এই দুই পরিবর্তনের ফলে সেরার সেরা অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

Automatic Album For Channels

স্বয়ংক্রিয় অ্যালবাম বৈশিষ্ট্য চালু করার ফলে মিডিয়া বিষয়বস্তুর সঙ্গে খুব সহজেই ব্যবহারকারীরা ইন্টারেক্ট করতে পারবেন। যদিও বর্তমানে এই সুবিধা পাবেন বিটা ভার্সন ব্যবহারকারীরা। উদ্যোগের মূল লক্ষ্য হল একমাত্র ছবি বা ভিডিওগুলির সংগঠনকে স্ট্রিমলাইন করা।

Organization Made Effortless

কোন চ্যানেলের প্রশাসন যদি একাধিক ছবি বা ভিডিও শেয়ার করেন তাহলে What’s App স্বয়ংক্রিয়ভাবে সেগুলিকে একটি সমন্বিত অ্যালবামে সংগঠিত করবে। এর ফলে যে কেবলমাত্র চ্যানেলটি বিচ্ছিন্ন হবে এমনটা নয়, পাশাপাশি ব্যবহারকারীদের সম্পূর্ণ সংগ্রহ অ্যাক্সেস করার একটি নিরবিচ্ছিন্ন উপায় প্রদান করবে।

Convenient Navigation

যেকোনো ধরনের ছবি কিংবা ভিডিওর জন্য একটি কাঠামোগত সংস্থার পূর্ববর্তী অনুপস্থিতি থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থানের প্রতিনিধিত্ব করবে। যার ফলে নানান রকম সুবিধা হবে ব্যবহারকারীদের।

Channel Reactions Integration

এই বৈশিষ্ট্যের ফলে ব্যবহারকারীরা নিজেদের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এবং খুব সহজেই বিভিন্ন অ্যালবামের মধ্যে ভাগ করে নিতে পারবেন ছবি এবং ভিডিওগুলি।

Enhanced Media Accessibility

স্বয়ংক্রিয় অ্যালবাম বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এমনটাই দাবি করছে সংস্থা।

Redesigned Status Updates Header

স্বয়ংক্রিয় অ্যালবাম বৈশিষ্ট্যের জেরে খুব সহজেই স্ট্যাটাস আপডেট করতে পারবেন ব্যবহারকারীরা। নিজের মতো করে করতে পারবেন ডিজাইন।

Streamlined Content Sharing

পেন্সিল এবং ক্যামেরা আইকনগুলি ব্যবহারকারীদের জন্য সুবিধা জনক শর্টকাট হিসেবে কাজ করবে। এগুলিতে আলতো হাতে স্পর্শ করলেই খুব সহজেই ছবি, ভিডিও কিংবা GIF পাঠানো যাবে প্রিয় মানুষ অথবা বন্ধু-বান্ধবদের।

Improves User Experience

স্ট্যাটাস আপডেট ফেদারের সংশোধিত লেআউটটি একটি সমসাময়িক ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে ব্যবহারকারীরা সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে সক্ষম হবে।