Read In
Whatsapp

IT Act 2021: IT 2021 আইনে ব্যাপক পরিবর্তন, কী কী যুক্ত হচ্ছে জানেন?

IT Act 2021: প্রত্যেক বছরই প্রযুক্তি ক্ষেত্রে আসে ব্যাপক বদল। ক্রমশই ডিজিটালাইজেশন এর দিকে ঝুঁকছে ভারত। বিগত প্রায় বেশ কয়েক বছরে অনেকটাই বেড়েছে অনলাইন পেমেন্টের ব্যবহার। প্রত্যেক বছরই আর্থিক সমীক্ষাতেই…

Published By: Additiya Banerjee | Published On:

IT Act 2021: প্রত্যেক বছরই প্রযুক্তি ক্ষেত্রে আসে ব্যাপক বদল। ক্রমশই ডিজিটালাইজেশন এর দিকে ঝুঁকছে ভারত। বিগত প্রায় বেশ কয়েক বছরে অনেকটাই বেড়েছে অনলাইন পেমেন্টের ব্যবহার। প্রত্যেক বছরই আর্থিক সমীক্ষাতেই ধরা পড়ছে সেই চিত্র। কেবলমাত্র শহরাঞ্চলে নয় গ্রামের দিকেও ব্যাপকভাবে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। সকলের হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। আর এই পরিস্থিতিতে ফের একবার বদলে গেল সবকিছু। চলে এলো নয়া নিয়ম (IT Act 2021)।

করোনা পরিস্থিতির সময় থেকে ডিজিটাল লেনদেনের দিকে বেশি মনোযোগ দিয়েছেন আমজনতা। এমনকি অনেকেই হেঁটেছেন ক্যাশলেসের দিকে। গ্রামের দিকেও বেড়েছে ইউপিআই এর ব্যবহার। বিগত প্রায় বেশ কয়েক বছরে প্রযুক্তির দিক থেকেও অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। ক্রমশ চিনের উপর নির্ভরতা কমিয়ে ভারতে বাড়ছে মোবাইল, টিভির মতো ইলেকট্রনিক্স গ্যাজেটের উৎপাদন।

আরও পড়ুন: Slow Internet Problem: ইন্টারনেট চলবে না আর কচ্ছপের গতিতে! এই সেটিংসটি বদলে ফেললেই কেল্লাফতে

ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে চ্যালেঞ্জও। আর সে কারণেই ডিজিটাল সিকিউরিটি এখন সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তার সঙ্গেই জড়িয়ে রয়েছে নারী এবং শিশু নিরাপত্তার মতো বিষয় গুলিও।

IT Act 2021

এবার থেকে লোন অ্যাপ প্ল্যাটফর্ম গুলিতে আনা হচ্ছে একগুচ্ছ বদল। একটি ব্যাঙ্কিং গেটওয়ে স্থাপনের মাধ্যমে লোন অ্যাপগুলিতে কাজ করা থেকে বিরত রাখার জন্য বলা হয় যা এই ধরনের অ্যাপগুলির মাধ্যমে লেনদেনকে বাধা দেয়। এমনকি ডিজিটাল ইন্ডিয়ার বিল এখনো কিছু সময় বাকি এবং জেনারেটিভ এআইয়ের আশেপাশে উন্নয়নগুলি দ্রুত অগ্রসর হচ্ছে যার কারণে তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করা সরকারের সিদ্ধান্তের প্ররোচনা হতে পারে।