Read In
Whatsapp

iQOO Pad Air: বাহুবলী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা! বাজার কাঁপাতে আসছে iQOO Pad Air

iQOO Pad Air: চলতি মাসের শেষেই চীনের বাজার কাঁপাতে হাজির হচ্ছে iQOO Neo 9 সিরিজ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 27 তারিখ লঞ্চ সংস্থার…

Published By: Debosmita Dhar | Published On:

iQOO Pad Air: চলতি মাসের শেষেই চীনের বাজার কাঁপাতে হাজির হচ্ছে iQOO Neo 9 সিরিজ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 27 তারিখ লঞ্চ সংস্থার তরফে লঞ্চ করা হতে পারে এই ফোন। আর এসবের মাঝেই চলে এলো সুখবর। কেবলমাত্র স্মার্টফোন নয়, খুব শীঘ্রই এই সংস্থার তরফে লঞ্চ হতে চলেছে iQOO Pad Air।

গুগল প্লে সাপোর্ট সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং iQOO Pad Air ট্যাবলেটের মডেল নম্বর হবে iPA2451। প্রকাশ্যে এসেছে একটি সাংকেতিক নম্বরও। সেটি হল ‘PD 2305’। এই সাংকেতিক নম্বরের সঙ্গে হুবহু মিল রয়েছে Vivo Pad Air এর। বিশেষজ্ঞদের মতে, iQOO Pad Air Model- টি Vivo Pad Air ট্যাবলেটের রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসতে চলেছে।

আরও পড়ুন: Lava Yuva 3 Pro: 50 MP ক্যামেরা সহ একগুচ্ছ ফিচার্স! জলের দামে ফোন নিয়ে হাজির Lava

iQOO Pad Air Features and Specifications

  • Processor- MediaTek Dimensity 9000 Plus, Octa Core (3.2 GHz, Single Core, Cortex X2+2.85 GHz, Tri Core, Cortex A710+1.8 GHz, Cortex A510)
  • Operating System- Android v13
  • RAM- 8GB
  • Internal Memory- 128 GB
  • Expendable Memory- No
  • Rear Camera- 13 MP+ 2MP
  • Image Resolution- 4128×3096 Pixels
  • Video Recording- 3840×2160 @30 fps, 1920×1080 @30 fps
  • Front Camera- 8 MP
  • Video Recording- 1920×1080 @30 fps
  • Battary- 10000 mAh, Flash Charging, USB Type-C Port
  • Battary Type- Li- Polymer
  • Display- 12.1 inch
  • Display Type- IPS LCD
  • Display Resolution- 1968×2800 Pixels
  • Fingerprint Sensor- No
  • Other Sensors- Proximity Sensor, Accelerometer, Compass, Gyroscope
  • Height- 266 mm
  • Width- 191.6 mm
  • Weight- 585 grams
  • Launch Date- Not Declared
  • Price- 30,520/- (Expected)