Read In
Whatsapp

Samsung: হ্যাকারদের টার্গেট Samsung, সতর্ক না হলেই মহাবিপদ

Samsung: স্মার্টফোনের জামানায় একের পর এক নয়া ফোন নিয়ে হাজির হচ্ছে Samsung। একগুচ্ছ সংস্থার ভিড়েও বছরের পর বছর ধরে নিজের জায়গা টিকিয়ে রেখেছে জনপ্রিয় এই সংস্থা। তবে এবার থেকে Samsung…

Published By: Debosmita Dhar | Published On:

Samsung: স্মার্টফোনের জামানায় একের পর এক নয়া ফোন নিয়ে হাজির হচ্ছে Samsung। একগুচ্ছ সংস্থার ভিড়েও বছরের পর বছর ধরে নিজের জায়গা টিকিয়ে রেখেছে জনপ্রিয় এই সংস্থা। তবে এবার থেকে Samsung Galaxy ফোন ব্যবহার করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে গ্রাহকদের। কারণ এই ফোন নিয়ে সম্প্রতি আমজনতাকে সতর্ক করেছে ভারত সরকার।

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-in) জানিয়েছে, Samsung Galaxy ফোনে রয়েছে বেশ কিছু সমস্যা। বিশেষ করে এই ফোনের সফটওয়্যারে সমস্যা রয়েছে। কেবলমাত্র পুরনো নয় নতুন যে ফোন গুলি বাজারে আসছে সেগুলোতেও একই সমস্যা দেখা যাচ্ছে এমনটাই জানানো হয়েছে ভারত সরকারের তরফে। আর সে কারণেই চলতি মাসের 13 তারিখ জারি করা হয়েছে সিকিউরিটি অ্যালার্ট (Security Alert)।

আরও পড়ুন: Free Fire Max Redeem Code 15 December 2023: এই কোডগুলো থেকে জিতুন পার্মানেন্ট স্কিন ও ডায়মন্ড, রইলো রিডিম করার পদ্ধতি

Samsung Galaxy Problems

  • Knox Features এর improper access control এ রয়েছে বিপদ।
  • ফেসিয়াল রেকগনিশন ফিচারেও রয়েছে বিপদ।
  • Knox Security Software এও বিপদ রয়েছে।
  • মেমোরিতেও দেখা দিয়েছে সমস্যা।

এই সমস্ত কারণের জন্য খুব সহজেই হ্যাকাররা হ্যাক করে নিচ্ছেন Samsung ফোন। রাতারাতি চুরি হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি সিম হ্যাক করে নিতে পারবে হ্যাকাররা।

কোন কোন ভার্সনে রয়েছে বিপদ?

স্মার্ট-ইনের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু ভার্সনে রয়েছে এই সমস্যা। বিশেষ করে অ্যান্ড্রয়েড 11, 12, 13 এবং 14 ভার্সনে এই সমস্যা দেখা দিচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বর্তমানে এই চারটি ভার্সনই উপলব্ধ রয়েছে বাজারে।

বিপদ এড়ানো যাবে কীভাবে?

কেবলমাত্র সতর্কবার্তাই নয় সঙ্গে বিপদ এড়ানোর উপায়টাও বাতলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

  • দ্রুত আপডেট করতে হবে ফোন।
  • প্রথমেই যেতে হবে Samsung Galaxy ফোনের সেটিংস অপশনে।
  • এরপর সেখান থেকে খুঁজে নিতে হবে নির্দিষ্ট সফটওয়্যার।
  • ক্লিক করতে হবে ‘চেক ফর নিউ ভার্সন’ অপশনে।
  • এরপর সেখানে ট্যাপ করে সফটওয়্যার আপডেট করে নিতে হবে।