Read In
Whatsapp

Google Chrome নিয়ে সতর্কতা জারি করলো ভারত সরকার, এই কাজ না করলেই বিপদ

Google Chrome: অবিলম্বে আপডেট করতে হবে Google Chrome। না হলেই বিপদ। সম্প্রতি এমনই সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In এর তরফ…

Published By: Palash | Published On:

Google Chrome: অবিলম্বে আপডেট করতে হবে Google Chrome। না হলেই বিপদ। সম্প্রতি এমনই সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In এর তরফ থেকে জানানো হয়েছে Mobile, Laptop অথবা Desktop- এ যারা যারা ব্যবহার করেন এই অপারেটিং সিস্টেম তাদের অবিলম্বে আপডেট (Google Chrome) করে নিতে হবে। কারণ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু ঝুঁকি। কেন্দ্র সরকারের রিসার্চ টিম অর্থাৎ CERT-In সতর্ক করে দিয়েছে ইউজারদের।

Update Google Chrome

সম্প্রতি CERT-In গুগল ক্রোম ইউজারদের সতর্ক করে জানিয়েছে, সংকটে পড়তে পারে তাদের সেনসিটিভ তথ্য। বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়ার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আর সে কারণেই সতর্ক করা হচ্ছে ইউজারদের। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে আপডেট করে নিতে হবে Google Chrome।

What Kind of Dangers are Feared? (কী ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে?)

Google Chrome-কে হাতিয়ার করে খুব সহজেই ডিভাইসে হানা দিতে পারেন সাইবার প্রতারকেরা। আর এতেই ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য। এমনকি ভবিষ্যতে আর কখনোই ওই Mobile কিংবা Laptop ব্যবহার করতে পারবেন না ইউজাররা। সবচেয়ে বেশি সমস্যা রয়েছে 114.0.5735.350 ভার্সনটিতে। আর তাই এটি ব্যবহার করা অত্যন্ত বিপদজনক।

CERT-In’s Initiative (কীভাবে নিজেকে রাখা যাবে সুরক্ষিত)

  • নিরাপত্তার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট ভার্সনটি আপডেট করার কথা বলা হয়েছে CERT-In এর তরফে।
  • ইন্টারনেট ব্যবহার করার সময় থাকতে বলা হয়েছে সতর্ক।
  • অপরিচিত ওয়েবসাইট খোলার আগে থাকতে হবে সাবধান।
  • ভুল করেও অচেনা লিঙ্ক কিংবা ইমেইল আইডিতে ক্লিক করা চলবে না।
  • মোবাইলেও যদি কোন ধরনের মেসেজে অচেনা লিঙ্ক আসে তাহলে তা না খোলাই ভালো।
  • ব্যবহার করতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
  • নিয়ম মেনে সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলি করতে হবে আপডেট।

এছাড়াও সাইবার নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে CERT-In। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সাইবার স্বচ্ছতা কেন্দ্র’ (CSK)। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত তাদের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের আসল লক্ষ্য হলো সাইবার প্রতারকদের হারিয়ে দেশের ডিজিটাল নিরাপত্তা উন্নত করা।