Read In
Whatsapp

Google Message: হোয়াটসঅ্যাপে অতীত, গুগল মেসেজেও আসছে দারুণ ফিচারস

Google Message: হোয়াটসঅ্যাপের মতোই এবার সুবিধা মিলতে চলেছে গুগল মেসেজে (Google Message)। সোশ্যাল মিডিয়ার জামানায় সেভাবে মেসেজ কেউ ব্যবহার না করলেও সাধারণ মানুষকে সুবিধা দিতে একগুচ্ছ পরিষেবা নিয়ে হাজির হচ্ছে…

Published By: Debosmita Dhar | Published On:

Google Message: হোয়াটসঅ্যাপের মতোই এবার সুবিধা মিলতে চলেছে গুগল মেসেজে (Google Message)। সোশ্যাল মিডিয়ার জামানায় সেভাবে মেসেজ কেউ ব্যবহার না করলেও সাধারণ মানুষকে সুবিধা দিতে একগুচ্ছ পরিষেবা নিয়ে হাজির হচ্ছে গুগল। এবার থেকে WhatsApp এবং Messenger এর মতোই এখানেও মিলবে বিশেষ ফিচার।

Jio হোক কিংবা Airtel অথবা Vi। যেকোনো টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানেই আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়। মেলে ইন্টারনেট পরিষেবা। এমনকি নিত্যদিন পাওয়া যায় 100 টি করে ফ্রি এসএমএস। কিন্তু অনেকেই সেটি ব্যবহার করেন না। আসলে মেসেজ পাঠিয়ে দেওয়ার পর তা এডিট করা যেত না এতদিন। তবে এবার মিটতে চলেছে সেই ঝঞ্ঝাট। কারণ এবার থেকে WhatsApp এবং Messenger এর মতোই Google ম্যাসেজেও পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা।

আরও পড়ুন: Samsung: হ্যাকারদের টার্গেট Samsung, সতর্ক না হলেই মহাবিপদ

WhatsApp-কে সরাসরি টেক্কা দিতে হাজির Google ম্যাসেজ অ্যাপ। বন্ধু, বান্ধবী কিংবা প্রিয় মানুষকে পাঠানো মেসেজ এবার খুব সহজেই করা যাবে এডিট। সম্প্রতি রিচ কমিউনিকেশন সার্ভিসেস এই চ্যাটে আল্ট্রা এইচডি আর সমর্থন এবং ফটোমোজি অ্যানিমেটেড স্টিকার সহ আরও বর্ধিতকরণ যোগ করেছে। যার ফলে এবার থেকে খুব সহজেই কাউকে পাঠিয়ে দেওয়া মেসেজ করা যাবে এডিট।

বিগত প্রায় কয়েক মাস ধরেই এই অ্যাপে বেশ কিছু আপডেট আনা হয়েছে Google এর তরফ থেকে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেক জায়ান্ট বিগত মাসে আরসিএস চ্যাটে আল্ট্রা এইচডিআর সমর্থন যোগ করেছে। যার ফলে এবার থেকে খুব সহজেই যে কোনো মেসেজ এর সঙ্গেই পাঠানো যাবে ছবি। বর্তমানে অবশ্য এই সুবিধা কেবলমাত্র পাওয়া যাচ্ছে Pixel 8 এবং Pixel 8 Pro এই দুই স্মার্টফোনে। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই এই সুবিধা পাওয়া যাবে যেকোনো সংস্থার স্মার্টফোনে।