Read In
Whatsapp

Cyber Security: প্রতারণা ঠেকাতে নয়া উদ্যোগ গুগলের! এলো একগুচ্ছ পরিবর্তন

Cyber Security: সাধারণ মানুষকে নিরাপত্তা জোগাতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে সরকার। ইতিমধ্যেই সন্দেহজনক বেশ কিছু সিম কার্ড এবং মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর থেকে…

Published By: Debosmita Dhar | Published On:

Cyber Security: সাধারণ মানুষকে নিরাপত্তা জোগাতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে সরকার। ইতিমধ্যেই সন্দেহজনক বেশ কিছু সিম কার্ড এবং মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোর থেকে চিরতরে মুছে দেওয়া হয়েছে বেশ কিছু অ্যাপ। কিন্তু তারপরেও প্রতারণা তো চলছেই। আর এসবের মাঝেই সাইবার ক্রাইম (Cyber Security) ঠেকাতে এবার নয়া উদ্যোগ গুগলের।

একটি বা দুটি নয়। একসঙ্গে সাতটি সিকিউরিটি আপডেট রিলিজ করেছে গুগল। মূলত প্রতারকদের হাত থেকে রক্ষা করতেই অর্থাৎ সাইবার অ্যাটাক থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এই আপডেট। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: Cyber Security: অজান্তেই ফোনের পাসওয়ার্ড জেনে যাচ্ছেন হ্যাকাররা! এই কাজ করলেই বিপদ

Cyber Security Update’s Google

সম্প্রতি গুগলের তরফ থেকে দেওয়া হয়েছে একটি নোটিফিকেশন। আর সেখানে উল্লেখ করা রয়েছে অতীতে যে ভার্সন ছিল ক্রমের সেখানে বেশ কিছু সমস্যা ছিল। আর সে কারণেই আনা হয়েছে বদল। ইতিমধ্যেই আপডেটেড সাতটি ভার্সন রিলিজ করা হয়েছে গুগলের তরফে।

উল্লেখ্য, আনুমানিক প্রায় 322 কোটির বেশি মানুষ নিত্যদিন ব্যবহার করেন গুগল ক্রোম। আর তাই প্রতিটি ইউজারের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ। নয়া আপডেট গুলির কোড হল High CVE 2023-6345 থেকে High CVE 2023-6351। যে সমস্ত ইউজাররা ইতিমধ্যেই গুগল ক্রোম নিজেদের স্মার্টফোন কিংবা ল্যাপটপে আপডেট করে ফেলেছেন তারাই পাবেন এই সুবিধা। আর যারা এখনো পর্যন্ত আপডেট করেননি তাদের অবিলম্বে আপডেট করার পরামর্শ দিচ্ছে গুগল। প্রসঙ্গত, এই অ্যাপে সাইবার হানার (Cyber Security) ঝুঁকি কমাতে এবং থার্ড পার্টি অ্যাপের নজরদারি ঠেকাতেও এমন সিদ্ধান্ত।