Read In
Whatsapp

Flipkart: এবার ফ্লিপকার্ট থেকেই মিলবে লাখ টাকা! এই পদ্ধতি জানলেই কেল্লাফতে

Flipkart: প্রয়োজনীয় জিনিসপত্র হোক কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট অথবা গ্রোসারি। কোনো কিছু কেনার জন্যই আর কষ্ট করে বাজারে যেতে হয় না। বাড়িতে বসে খুব সহজেই অনলাইনে পাওয়া যায় সবকিছু। আর এই…

Published By: Debosmita Dhar | Published On:

Flipkart: প্রয়োজনীয় জিনিসপত্র হোক কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট অথবা গ্রোসারি। কোনো কিছু কেনার জন্যই আর কষ্ট করে বাজারে যেতে হয় না। বাড়িতে বসে খুব সহজেই অনলাইনে পাওয়া যায় সবকিছু। আর এই অনলাইনের জামানায় জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হল ফ্লিপকার্ট (Flipkart)। নিত্য প্রয়োজনীয় নানান জিনিসপত্র কিনতে কম বেশি সকলেই ভরসা রাখেন এই অ্যাপে।

তবে এবার কেবলমাত্র শপিং নয়। বরং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) ব্যবহার করেই খুব সহজে হওয়া যাবে লাখপতি। এর জন্য কেবলমাত্র বেশ কিছু টিপস মানতে হবে আমজনতাকে। তাহলেই মাত্র 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে 10 লাখ টাকা। অবাস্তব মনে হলেও এটাই কিন্তু বাস্তব।

আরও পড়ুন: Free Fire Max Redeem Code 16 December 2023: এই কোডগুলো থেকে জিতুন পার্মানেন্ট স্কিন ও ডায়মন্ড, রইলো রিডিম করার পদ্ধতি

আসলে ফ্লিপকার্ট থেকে যে কেবলমাত্র মনের মতো শপিং করা যায় এমনটাই কিন্তু নয়। বরং পাওয়া যায় লোন। বেশ কিছু সহজ ধাপ মেনে চললেই মাত্র কিছুক্ষণের মধ্যেই লোন পেয়ে যাবেন ব্যবহারকারীরা। আর এই লোন অফার করছে অ্যাক্সিস ব্যাঙ্ক। সময় লাগবে মাত্র 2 ঘন্টা। অর্থাৎ এবার থেকে লোন নেওয়ার জন্য ব্যাঙ্কের দরজায় কড়া নাড়তে হবে না কাউকে। বাড়িতে বসেই সহজ উপায়ে করা যাবে এই কাজ।

How to Get loan from Flipkart

  • প্রথমেই খুলে নিতে হবে নিজের স্মার্টফোনে ডাউনলোড করা Flipkart অ্যাপ।
  • এরপর সরাসরি চলে যেতে হবে ‘Personal loan Section’ অপশনটিতে
  • সেখান থেকে সম্পূর্ণ করে নেওয়া যাবে KYC প্রক্রিয়া।
  • এর জন্য প্রথমে মোবাইল নম্বর লিখতে হবে। এরপরেই চলে আসবে একটি ওটিপি।
  • কত টাকার ঋণের প্রয়োজন সেটাও লিখতে হবে এখানে। দিতে হবে প্যান কার্ডের বিবরণ এবং জন্মতারিখ।
  • এরপরেই ব্যাঙ্কের তরফ থেকে সম্পন্ন করা হবে KYC প্রক্রিয়া।

সমস্ত কিছু ঠিকঠাক থাকলে KYC প্রক্রিয়া সম্পন্ন হওয়ার 2 থেকে 12 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে টাকা। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন আমজনতা। তবে এর জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিতে হবে 12.5 শতাংশ সুদ। 60 টি EMI তে টাকা শোধ করার সুবিধা থাকছে।