Read In
Whatsapp

Cyber Crime: জালিয়াতি রুখতে নয়া উদ্যোগ সরকারের, বিপদে পড়ার আগেই জানুন

Cyber Crime:: সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে ভারত সরকার। কিন্তু তারপরেও অপরাধ তো হচ্ছেই। সরকারের নানান বাধার ফাঁক দিয়ে গোলেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে…

Published By: Debosmita Dhar | Published On:

Cyber Crime:: সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে ভারত সরকার। কিন্তু তারপরেও অপরাধ তো হচ্ছেই। সরকারের নানান বাধার ফাঁক দিয়ে গোলেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণা (Fraud) করে চলেছেন প্রতারকরা। আর সে কারণেই এবার সরকার এমন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যা নাগরিকদের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ব্লক করা হয়েছে 55 লাখ ফোন নম্বর। আসলে অনেকেই জানেন না যে দীর্ঘদিন ধরেই ‘Sanchar Sathi’ পোর্টালে একটি ভেরিফিকেশন অভিযান চালাচ্ছিল ভারত সরকার। আর সেই ভেরিফিকেশন অভিযানের মাধ্যমেই এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সরকার।

আরও পড়ুন: Fraud: মুহূর্তেই হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট খালি, ফোনে এই অ্যাপ থাকলেই মহা বিপদ!

কী এই Sanchar Sathi’ পোর্টাল?

2023 সালের জুলাই মাসে চালু করা হয়েছে এই পোর্টাল। কোনো ব্যক্তির মোবাইল কিংবা সিমে সন্দেহজনক কিছু কার্যকলাপ দেখা গেলেই যে কেউ করতে পারবেন রিপোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এতে রয়েছে ফিশিং কল, স্ক্যাম এবং স্প্যামের মতো অনেক কিছুই। এক কথায় বলতে গেলে এই পোর্টাল ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা এবং নিরাপত্তার ওপর নজর রাখতে পারবে। এমনকি যদি কোনো ব্যক্তি পুরনো মোবাইল কিনতে চান তাহলে সেই ফোনের সমস্ত তথ্য খুব সহজেই পরীক্ষা করে নিতে পারবেন এই পোর্টালের মাধ্যমে।

How to Prevent Cyber Crime

জালিয়াতি আটকানোর জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে 55 লাখেরও বেশি ফোন নম্বর। এমনকি অবৈধ সিম কার্ডের মাধ্যমে যারা সাইবার অপরাধ করছেন তাদেরকে জব্দ করার জন্যও নেওয়া হয়েছে এমন উদ্যোগ। তবে কেবলমাত্র সিম কার্ড নয় বন্ধ করা হয়েছে একগুচ্ছ হ্যান্ডসেট। আর্থিক জালিয়াতিতে ব্যবহৃত 1.32 লাখ মোবাইল ইতিমধ্যেই ব্লক করেছে কেন্দ্র সরকার।