Read In
Whatsapp

WhatsApp: কাজে দেবে অনেক, জেনে নিন WhatsApp এর এই বিশেষ Shortcuts

WhatsApp: বিশ্বের জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে গোটা বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্ল্যাটফর্ম। লাখ লাখ মানুষ ব্যবহার করেন WhatsApp। পড়াশোনা হোক কিংবা অফিসের…

Published By: Additiya Banerjee | Published On:

WhatsApp: বিশ্বের জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে গোটা বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্ল্যাটফর্ম। লাখ লাখ মানুষ ব্যবহার করেন WhatsApp। পড়াশোনা হোক কিংবা অফিসের গুরুত্বপূর্ণ কাজ সবটাই আজকাল সেরে নেওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আর সে কারণেই সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক নতুন ফিচার যুক্ত হচ্ছে।

মাত্র কয়েক মাস আগে পর্যন্ত কেবলমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে  WhatsApp ব্যবহার করতেন আমজনতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসেছে ব্যাপক বদল। অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই হয়ে দাঁড়িয়েছে এটিও। ফলে খুব সহজেই নজর পড়ছে স্ক্যামারদের। আর তাই সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখা ভীষণ প্রয়োজন।

আরও পড়ুন: চুরি হয়ে যাওয়া ফোনেও থাকবে বিশেষ ‘Protection’

পাশাপাশি দ্রুত চ্যাটিং করার জন্য রয়েছে একগুচ্ছ সুবিধা জনক কিবোর্ড শর্টকাট। যেগুলি জানলে এবার প্রিয় মানুষকে কিংবা অফিসের কাজে মেসেজ করার সময় সময় বাঁচবে অনেকটাই। এক নজরে দেখে নেওয়া যাক কিবোর্ড শর্টকাট গুলি।

WhatsApp Shortcart Keyboard

  • কন্টাক্টসে থাকা নতুন কাউকে মেসেজ করতে হলে Ctrl+ N প্রেস করলেই হয়ে যাবে কাজ।
  • পরবর্তী চ্যাটে যাওয়ার জন্য প্রেস করতে হবে Control+ Shift
  • পূর্ববর্তী চার্টের জন্য প্রেস করতে হবে Ctrl+Shift+[
  • পরিচিতি অনুসন্ধান করার জন্য প্রেস করতে হবে Ctrl+E
  • যেকোনো চ্যাট যদি মিউট করতে হয় কিংবা আনমিউট করতে হয় তাহলে প্রেস করতে হবে Ctrl + Shift + M।
  • একটি চ্যাট রিড হিসেবে চিহ্নিত করার জন্য Ctrl + Shift + U প্রেস করতে হবে।
  • নতুন গ্রুপ তৈরি করার জন্য প্রেস করতে হবে Ctrl + Shift + N