Read In
Whatsapp

Vivo X100 Pro vs Xiaomi 14 Pro: প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারির বিচারে কোন ফোনটা সেরা? দেখে নিন তুলনা

Vivo X100 Pro vs Xiaomi 14 Pro: বাজারে এই মুহূর্তে অনেক কটি ফ্ল্যাগশিপ ফোন আছে। তবে এই তালিকায় বারবার নাম উঠে এসেছে Vivo X100 Pro ও Xiaomi 14 Pro-এর। এই…

Published By: Debosmita Dhar | Published On:

Vivo X100 Pro vs Xiaomi 14 Pro: বাজারে এই মুহূর্তে অনেক কটি ফ্ল্যাগশিপ ফোন আছে। তবে এই তালিকায় বারবার নাম উঠে এসেছে Vivo X100 Pro ও Xiaomi 14 Pro-এর। এই দুটির মধ্যে কোনটি কিনবেন এই নিয়ে যদি দ্বন্ধে থাকেন তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে রইল এই দুই ফোনের তুলনামূলক আলোচনা।

Vivo X100 Pro:

DISPLAY-

  • বৈশিষ্ট্যের কথা বললে 5G Supported Vivo X100 pro তে পেয়ে যাবেন 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে।

PROCESSOR-

  • উন্নত পারফরমেন্সের জন্য এতে যুক্ত করা হচ্ছে Mediatek Dimensity 9300 Chipset.

CAMERA-

  • ক্যামেরার প্রসঙ্গে বলে এই সিরিজে দেওয়া হচ্ছে 50MP OIS + 50MP UW+ 50MP potrait ক্যামেরা আর সেলফি ক্যামেরাটি 32MP-এর দেওয়া হয়েছে।

BATTERY-

  • ফোনটি 5400mAh Battery সহ আসে।

Xiaomi 14 Pro:

DISPLAY-

  • এতে পেয়ে যাবেন 6.73 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে।

CAMERA-

  • ক্যামেরার প্রসঙ্গে বলে এতেও 50MP OIS + 50MP UW+ 50MP Potrait ক্যামেরা আর সেলফি ক্যামেরাটি 32MP-এর দেওয়া হয়েছে।

BATTERY-

  • ফোনটি 120W Fast Charging Suppot সহ 4880 ব্যাটারি সহ এসেছে।

PROCESSOR-

  • উন্নত পারফরমেন্সের জন্য এতে যুক্ত করা আছে Qualcomm Snapdragon 8gen 3chipset.

তুলনা করলে Xiaomi 14 Proটি পারফরমেন্সের দিকে এগিয়ে থাকছে। উভয় স্মার্টফোনে একই ডিসপ্লে প্যানেল রয়েছে তবে Xiaomi উচ্চতর রেজোলিউশন অফার করে। তবে বড়ো ব্যাটারি Vivo-এর ফোনে রয়েছে কিন্তু যদি চার্জিং স্পেসিক্স এর কথা আসে তাহলে আবার Xiaomi এগিয়ে যায়। অর্থাৎ সামগ্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে Xiaomi 14 pro ভালো পছন্দ হতে পারে। আর যদি বড়ো ডিসপ্লে চান তাহলে আপনার চয়েজ হতে পারে Vivo X100 Pro।