Read In
Whatsapp

Oppo Watch X: দাম সাধ্যের মধ্যে, আছে অসাধারণ ফিচার, সাধারণের জন্য দুর্দান্ত Smartwatch লঞ্চ করলো Oppo

Oppo Watch X: সাধারণ ডিসপ্লে সহ বেল্ট ঘড়ির দিন এখন অতীত। 8 থেকে 80 সকলের হাতেই পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে Smartwatch। সাধারণ মানুষের চাহিদা মতোই একের পর এক দুর্ধর্ষ…

Published By: Palash | Published On:

Oppo Watch X: সাধারণ ডিসপ্লে সহ বেল্ট ঘড়ির দিন এখন অতীত। 8 থেকে 80 সকলের হাতেই পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে Smartwatch। সাধারণ মানুষের চাহিদা মতোই একের পর এক দুর্ধর্ষ Smartwatch লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। তালিকায় যেমন রয়েছে boat, OnePlus ঠিক তেমনই রয়েছে Oppo। একের পর দুর্ধর্ষ Smartphone লঞ্চ করার পাশাপশি এই সংস্থার তরফে লঞ্চ করা হয়েছে Smartwatch। মাত্র কয়েকদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Oppo Watch X।আজকের এই প্রতিবেদনে রইল যাবতীয় খুঁটিনাটি।

Oppo Watch X

কেবলমাত্র একবার চার্জ করলেই থাকা যাবে নিশ্চিন্তে। দীর্ঘদিন পর্যন্ত করা যাবে ব্যবহার। সংস্থার তরফ থেকে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। এই Smartwatch এর প্রথম হাইলাইট গুলির মধ্যে অন্যতম হলো ডিজাইন। মিলছে রাউন্ড ডায়াল সহ একগুচ্ছ চমক। আপাতত প্ল্যাটিনাম কালো এবং মার্স ব্রাউন এই দুই রঙে পাওয়া যাবে Smartwatch। রয়েছে স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস। ইতিমধ্যেই এই Smartwatch একগুচ্ছ পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। যারা অ্যাডভেঞ্চার ভীষণ ভালোবাসেন তাদের জন্য বেশ ভালো হতে চলেছে এই Smartwatch

Oppo Watch X Features and Specifications

  • Processor – Snapdragon W5 Gen 1
  • Brand – Oppo
  • Model Name – OWWE231
  • Card Slot – No
  • RAM – 2 GB
  • Internal Memory- 32 GB
  • Network – No Cellular Connectivity
  • Body Demensity- 47 × 46.6 × 12.1 mm
  • Weight – 49 g
  • Build – Sapphire crystal front, stainless steel frame, plastic back
  • Sim- No
  • Display Type- AMOLED, 1000 nits
  • Size – 1.43 inch
  • Display Resolution- 466 × 466 Pixels
  • Protection – Sapphire crystal glass
  • Camera – No
  • Sound Loudspeaker – Yes
  • 3.5 mm Jack – No
  • WLAN – Wifi, 802.11 a/b/g/n, dual band
  • Bluetooth- 5.0, A2DP, LE
  • Positioning – GPS (L1 + L5), GLONASS, GALILEO, BDS, QZSS
  • NFC – Yes
  • Radio – No
  • USB – No
  • Sensors – Accelerometer, Gyro, Barometer, Compass, Heart Rate, Spo2
  • Battery- 500 mAh
  • Battery Type- non removable
  • Charging – 7.5 W Wired
  • Colours – Black, Silver
  • Launch Date- 29 February, 2024