Read In
Whatsapp

Google Pixel Watch 2: Google লঞ্চ করলো নতুন Pixel Watch 2, ফিচার জানলে চমকে যাবেন

Google Pixel Watch 2: আজকাল কম বেশি সকলেই ব্যবহার করেন Smartwatch। আর সে কারণেই একগুচ্ছ জনপ্রিয় সংস্থা ইতিমধ্যেই ভারতের বাজারে তাদের Smartwatch লঞ্চ করেছে। এই তালিকায় যেমন রয়েছে boat, ঠিক…

Published By: Palash | Published On:

Google Pixel Watch 2: আজকাল কম বেশি সকলেই ব্যবহার করেন Smartwatch। আর সে কারণেই একগুচ্ছ জনপ্রিয় সংস্থা ইতিমধ্যেই ভারতের বাজারে তাদের Smartwatch লঞ্চ করেছে। এই তালিকায় যেমন রয়েছে boat, ঠিক তেমনই রয়েছে Google Pixel। গতবছরের একেবারে শেষে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Google Pixel Watch 2। গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় এই Smartwatch। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য।

Google Pixel Watch 2

Google Pixel Watch এর দ্বিতীয় প্রজন্ম হল Google Pixel Watch 2। আগের প্রজন্ম অর্থাৎ প্রথম পিক্সেল ঘড়িটি ব্যাপক সাড়া ফেলেছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটিতে। আর তারই মধ্যে বাজার কাঁপাতে হাজির হয় Google Pixel Watch 2Google Pixel 8 Series এর সঙ্গে নতুন এই Smartwatch লঞ্চ করে সংস্থা।

Google Pixel Watch 2 Details

ডিজাইনের দিক থেকে এটা অনেকটাই আগের মডেলের মতো। তবে এই ঘড়িতে মিলছে নতুন প্রসেসর। অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফরম্যান্স করার জন্য রয়েছে Snapdragon W5 + Gen 1 চিপসেট। একবার চার্জ করলে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে ব্যাটারী। অন্তত এমনটাই দাবি করছে সংস্থা। এমনকি অলওয়েজ যদি অন ডিসপ্লে থাকে তাহলেও মিলবে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারী লাইফ।

Google Pixel Watch 2 Features and Specifications

  • Processor- Snapdragon W5 + Gen 1
  • Operating System- Android
  • RAM- 2 GB
  • Battery- 306mAh
  • Battery Type- Lithium-ion
  • Charging Time- 80 min
  • Battery Life- 24 hours
  • Display- 41 mm
  • Display Type- AMOLED
  • Display Resolution- 320 × 320 Pixels
  • Model Number- GA05032-GB
  • Model Name- Pixel Watch 2
  • Dial Color- Blue
  • Strap Material- Fluoroelastomer
  • Touchscreen- Yes
  • Water Resistant- Yes
  • Water Resistant Depth- 50 mm
  • Price- 39,900/-

Flipkart Offer

জানিয়ে রাখি, জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart এ চলছে বিশেষ ছাড়। জনপ্রিয় এই Smartwatch যদি Flipkart থেকে কেনা হয় তাহলে খরচ পড়বে 35,990 টাকা। এছাড়াও খুব সহজেই প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা দিয়ে জনপ্রিয় এই Smartwatch বাড়িতে আনতে পারবেন গ্রাহকরা। প্রত্যেক মাসে খরচ পড়বে মাত্র 3,266 টাকা। তবে এই সুবিধা যদি নিতেই হয় তাহলে গ্রাহকদের কাছে থাকতে হবে HDFC Bank এর Credit Card। তবে কেবলমাত্র এই একটি নয়। Flipkart এ রয়েছে আরও একগুচ্ছ অফার।