Read In
Whatsapp

WhatsApp: শেষ Free এর দিন, এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারেও লাগবে টাকা! কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?

নতুন বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর! নতুন বছরে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপের বিশেষ সুবিধা। এবার থেকে আর হবে না ফ্রিতে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ। ইনস্ট্যান্ট চ্যাটিং এর জন্য সব থেকে…

Published By: Debosmita Dhar | Published On:

নতুন বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর! নতুন বছরে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপের বিশেষ সুবিধা। এবার থেকে আর হবে না ফ্রিতে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ।

ইনস্ট্যান্ট চ্যাটিং এর জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয় Whatsapp. প্রায়শই নিত্যনতুন ফিচার আনা হয় অ্যাপে। তবে এবার এই ফ্রী app ব্যবহার করতে গুনতে হবে বাড়তি টাকা। WhatsApp Chat Backup-এর জন্য অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হলেই লাগবে টাকা।

Upcoming Change in WhatsApp

2021-এ বিনামূল্যে হাই কোয়ালিটি আনলিমিটেড ব্যাকআপ শেষ করা হয়েছিল Google photos-এ। আর এবার সেই কোপ পড়লো WhatsApp Chat Backup-এর ওপর। এতদিন whatsapp চ্যাট ব্যাকআপ এর জন্য Free storage ছিল তবে চলতি বছর থেকে বন্ধ হতে চলেছে সেই সুবিধা।

Planing For Subscription

বলা হচ্ছে 2024 সালের প্রথম ছয় মাসে WhatsApp Chat Backup ব্যবহারকারীদের Google Drive স্টোরেজ লিঃ অন্তর্ভুক্ত করা শুরু হবে। অর্থাৎ যারা বিশেষ ফটো ভিডিও চ্যাট সুরক্ষিত রাখতে google ড্রাইভ এর উপর নির্ভর করতেন তাদের Data 15GB এর বেশি হয়ে গেলে Google One এর মাধ্যমে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।

Subscription Price

Google One, Google Drive সাবক্রিপশন প্ল্যান তিনটি প্রধান প্ল্যান অফার করে‌।

Monthly-

  • Basic- £1.59 (100GB)
  • Standard- £2.49 (200GB)
  • Premium-£7.99 (2TB)

Yearly-

  • Basic- £15.99 (100GB)
  • Standard- £24.99 (200GB)
  • Premium-£79.99 (2TB)

ভারতে দাম এখনো ঘোষণা করা হয়নি

Another Solution

  • যেসব ব্যবহারকারী অতিরিক্ত স্টোরেজদের জন্য অর্থ খরচ করতে চাইছেন না তারা whatsapp এর অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে পারেন।
  •   অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ রাখুন এতে অনেকটা স্টোরেজ খালি থাকে।