Read In
Whatsapp

Vivo X Fold 3: Samsung-কে টক্কর দিতে ফোল্ডেবল ফোন বাজারে আনলো Vivo, ফাস্ট লুকেই চোখ ধাঁদিয়ে যাবে

Vivo X Fold 3: জল্পনা শোনা যাচ্ছিল বহু আগে থেকেই। এবার সেই জল্পনায় পড়ল সিলমোহর। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই এই…

Published By: Palash | Published On:

Vivo X Fold 3: জল্পনা শোনা যাচ্ছিল বহু আগে থেকেই। এবার সেই জল্পনায় পড়ল সিলমোহর। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo X Fold 3। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই এই Smartphone লঞ্চ করা হবে চীনের বাজারে। যদিও ভারতের বাজারে কবে এই Smartphone লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

8 থেকে 80। আজকাল সকলের হাতেই রয়েছে Smartphone। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার কারণে একের পর এক দুর্ধর্ষ Smartphone লঞ্চ করে চলেছে বিভিন্ন প্রস্তুতকারক সংস্থাগুলি। বর্তমানে আবার সাধারণ ফোনের তুলনায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফোল্ডেড Smartphone। সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এবার নয়া Folded ফোন নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় Smartphone প্রস্তুতকারক সংস্থা Vivo। নাম Vivo X Fold 3। সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষনা করা না হলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই ফোনের যাবতীয় খুঁটিনাটি। অনেকেই আবার আন্দাজ করে ফেলেছেন ফোনের দাম। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনে মিলবে ঠিক কোন কোন সুবিধা।

Vivo X Fold 3 Details

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, Vivo X Fold 3 Smartphone-টি অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই বেশি পাতলা এবং হালকা হতে চলেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে Honor Magic V2 বর্তমান বাজারে এই ফোল্ডেড Smartphone টি সবচেয়ে বেশি পাতলা এবং হালকা। তবে এর তুলনায় আরও বেশি হালকা হতে চলেছে Vivo X Fold 3

Vivo X Fold 3 Features And Specification

এই Smartphone এ থাকছে ম্যাক্রো এবং ইমেজ স্টেবিলাইজেশনের মতো দুর্দান্ত ক্যামেরা বৈশিষ্ট্য। প্রতি সেকেন্ডে 60 ফ্রেমে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা। থাকছে 50 MP প্রধান ক্যামেরা। এছাড়াও থাকছে 50 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 64 MP টেলি ফটো ক্যামেরা। বারে বারে চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হবে না। কারণ এই Smartphone এ সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে বাহুবলী ব্যাটারি।

Vivo X Fold 3 Processor

Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকছে Vivo X Fold 3 ফোনটিতে। এই প্রফেসর থাকার ফলে খুব দ্রুত কাজ করবে এই ফোন। চলতি মাসেই চীনের বাজারে লঞ্চ করা হবে এই ফোনটি। এখন দেখার ভারতের বাজারে কবে আসে Vivo X Fold 3