Read In
Whatsapp

Airtel Netflix Plan : সম্পূর্ণ বিনামূল্যে Netflix-এর সাবস্ক্রিপশন দিচ্ছে Airtel! এই শর্ত মেনে চললেই করতে পারবেন উপভোগ

অন্যান্য দেশের মতো ভারতেও বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং। স্বাভাবিকভাবে যারা নেটফ্লিক্স শেয়ার করে ইউজ করতো তাদের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু জানেন কি চাইলেই আপনি Netflix Subscription একেবারে…

Published By: Debosmita Dhar | Published On:

অন্যান্য দেশের মতো ভারতেও বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং। স্বাভাবিকভাবে যারা নেটফ্লিক্স শেয়ার করে ইউজ করতো তাদের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু জানেন কি চাইলেই আপনি Netflix Subscription একেবারে বিনামূল্যে পেতে পারেন। কেবলমাত্র ফোনের রিচার্জ করলেই মিলবে Netflix এর Free Subscription! হ্যাঁ, এটাই সত্যি। এয়ারটেল সম্প্রতি একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান এনেছে যেখানে ফ্রি তে Netflix উপভোগ করতে পারেন ব্যবহারকারীরা।

টেলিকম সেক্টরে ভোডাফোন, এয়ারটেল ও জিওর মধ্যে সব সময় একটি ঠান্ডা যুদ্ধ লেগেই থাকে। এর আগে এই অফার জিও চালু করেছে। আর সম্প্রতি জিওকে টক্কর দিতে এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানে 5G Data এবং Free Netflix Subscription দেওয়া শুরু করেছে। দেশজুড়ে সমস্ত সার্কেলে প্রিপেইড ব্যবহারকারীরা এই রিচার্জ করতে পারবেন। টেলিকম টক অনুযায়ী এয়ারটেলের এই প্রিপেড প্ল্যানটি 1499 টাকায় পাওয়া যাবে যাতে মিলবে তিন মাসের ভ্যালিডিটি। চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত —

Airtel 1499 Recharge Plan

  • Plan Validity – 3month
  • Data – 3GB/Day
  • Sms – 100sms/Day
  • Voice – Unlimited Voice Calling

এই সুবিধাগুলি ছাড়াও এই রিচার্জ প্ল্যানে আপনি বেসিক নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাবেন। ভারতে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন 199 টাকায় পাওয়া যায়। তবে এই অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। ফোনের রিচার্জ করলেই মিলে যাবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা, অ্যাপোলো 24/7 সার্কল, ফ্রি হেলো টিউনস, Wynk Music এর মতোন একাধিক সুবিধা।