Read In
Whatsapp

‘Samsung Galaxy Z Fold 5’ নাকি ‘OnePlus Open’, কোন ফোনটি হবে আপনার জন্য বেস্ট? জেনে নিন ফিচারস

প্রিমিয়াম ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ইতিমধ্যে নাম কেড়েছে স্যামসং আর বর্তমানে এই তালিকায় নাম জুড়ছে ওয়ান প্লাসেরও। OnePlus নাকি Samsung নাকি প্রিমায়াম সেগমেন্টের Iphone তুলনার দিক থেকে কে এগিয়ে! আজকে রইল…

Published By: Debosmita Dhar | Published On:

প্রিমিয়াম ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ইতিমধ্যে নাম কেড়েছে স্যামসং আর বর্তমানে এই তালিকায় নাম জুড়ছে ওয়ান প্লাসেরও। OnePlus নাকি Samsung নাকি প্রিমায়াম সেগমেন্টের Iphone তুলনার দিক থেকে কে এগিয়ে! আজকে রইল সেই তুলনামূলক আলোচনা –

OnePlus Open : 120Hz রিফ্রেশ রেট সহ আসা এই ফোনে রয়েছে 6.31 ইঞ্চি সুপার ফ্লুইড AMOLED কভার Display। আর অপরটি 6.82 ইঞ্চি Amoled Display যা বইয়ের মতোন খুলে যায়। উন্নত পারফরমেন্সের জন্য Qualcomm Snapdragon 8Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে এতে। ফোনটি 16GB Ram+512GB Storage সহ আসে। ক্যামেরার প্রসঙ্গে বললে এতে যুক্ত করা হয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা। 67W SuperVooc Charging সাপোর্টযুক্ত 4805mAh ব্যাটারি থাকছে এতে।
Price – 1,39,999 টাকা

Samsung Galaxy Z Fold 5 : ফোনটি এন্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সাথেই বাজারে আসে। এই ফোনটির ওপর স্যামসাংয়ের নতুন ওয়ান ইউ আই 5.1.1 কাস্টম স্ক্রিন থাকে। ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8Gen 2chipset। এতে রয়েছে মোট 5টি ক্যামেরা তারমধ্যে প্রাইমারি ক্যামেরাটি হলো 50MP-এর। ফোনটি 4400mAh ব্যাটারি সহ আসে।
Price – 1,54,999 টাকা

Iphone 15pro Max : 6.7 inch OLED ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে অ্যাপেলের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন চিপসেট। রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা ও 12MP সেলফি ক্যামেরা।
Price – 1,59,900 টাকা।

Samsung Galaxy Z Fold 4 : কোয়েলকম স্ন্যাপড্রাগণ 8Gen 1 chipset দ্বারা চালিত এই ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 10MP টেলিফটো, 12MP Ultrawide Sensor। 4400 mAh Battery সমর্থিত এই ফোনটিতে বাইরে রয়েছে 6.2inch AMOLED ডিসপ্লে, আর ভিতরে 6.7 inch AMOLED ডিসপ্লে।
Price – 1,34,999 টাকা

Samsung Galaxy S23 Ultra : এই ফোনের পিছনে আপনি পেয়ে যাবেন মোট চারটি ক্যামেরা। মূল সেন্সর বরাবরের মতোই সব থেকে সেরা 200 মেগাপিক্সেল। এতে ওআইএস লেজার অটোফোকাস সহ আধুনিক সকল ফিচার রয়েছে। এছাড়াও পাবেন 10 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 10 মেগাপিক্সেলের সাধারণ টেলিফটো লেন্স, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। সবথেকে আকর্ষনীয় বিষয় রাতের বেলাতেও অসাধারণ সব ছবি আর ভিডিও তোলা সম্ভব হবে এই ফোনের মাধ্যমে। 4.5W চার্জিং সমর্থিত 5000mAh battery সহ আসে ফোনটি।
Price – 1,24,999 টাকা