Read In
Whatsapp

চরম সস্তায় দুর্দান্ত ফিচার! iPhone-Samsung এর রাতের ঘুম উড়িয়েছে এই ফোন

Nubia Flip 5G: ভারতের বাজার কাঁপাতে একের পর এক 5G ফোন লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। তবে এবার কপালে চিন্তার ভাঁজ বাড়তে চলেছে Samsung, iPhone এর। খুব শীঘ্রই লঞ্চ করা…

Published By: Palash | Published On:

Nubia Flip 5G: ভারতের বাজার কাঁপাতে একের পর এক 5G ফোন লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। তবে এবার কপালে চিন্তার ভাঁজ বাড়তে চলেছে Samsung, iPhone এর। খুব শীঘ্রই লঞ্চ করা হবে ফ্লিপ ফোন Nubia Flip 5G। বর্তমান বাজারে আসলে ফ্লিপ ফোনের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। আর সে কারণেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই সেগমেন্টে রেখেছে পা। তালিকায় যেমন রয়েছে Samsung, iPhone। এবার লড়াই ময়দানে মেনে পড়ল জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Nubia। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Nubia Flip 5G ফোনটি।

Nubia Flip 5G Details

MWC 2024 এর মঞ্চে Nubia Flip 5G ফোনের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। এই ফোনে থাকছে দুর্ধর্ষ ব্যাটারী এবং ক্যামেরা। সাধারণের পকেটের কথা চিন্তা করে খুব কম দাম রাখা হয়েছে এই ফোনের। যদিও সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত এই ফোন লঞ্চের দিনক্ষণ প্রকাশ করা না হলেও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফোনের যাবতীয় খুঁটিনাটি। এমনকি অনেকেই মনে করছেন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার নাগালেই রাখা হবে জনপ্রিয় এই ফোনের দাম। ভারতের বাজারে কবে লঞ্চ করা হতে পারে এই ফোন? মিলছে কোন কোন সুবিধা? দেখে নেওয়া যাক এক নজরে।

Nubia Flip 5G Features and Specifications

  • Processor- Qualcomm Snapdragon 7 Gen 1, Octa Core (2.4 GHz, Single Core, Cortex A710 + 2.36 GHz, Tri Core, Cortex A710 + 1.8 GHz, Quad Core, Cortex A510)
  • Operating System- Android v13
  • RAM- 6 GB
  • Internal Memory- 128 GB
  • Expendable Memory- No
  • Rear Camera- 50 MP + 2 MP
  • Image Resolution- 8150 × 6150 Pixels
  • Video Recording- 3840 × 2160 @ 30 fps, 1920 × 1080 @ 30 fps
  • Front Camera- 16 MP
  • Video Recording- 1920 × 1080 @ 30 fps
  • Display- 6.9 inch
  • Display Type- OLED
  • Display Resolution- 1188 × 2790 Pixels
  • Battery- 4310 mAh
  • Battery Type- Li-Polymer
  • Height- 170 mm
  • Width- 76 mm
  • Thickness- 7.3 mm
  • Weight- 214 grams
  • Colours- Black, Gold
  • Fingerprint Sensor- Yes
  • Fingerprint Sensor Position- Side
  • Other Sensors- Light Sensor, Proximity Sensor, Accelerometer, Compass, Gyroscope
  • Launch Date- 24 October, 2024 (Expected)
  • Price- 49,650/- (Expected)