Read In
Whatsapp

Redmi 13C: 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হলো রেডমির জবরদস্ত ফোন, কিনতে পারবেন এইদিন থেকে

Redmi 13C: অপেক্ষার অবসান! 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হলো রেডমির জবরদস্ত ফোন

Published By: Debosmita Dhar | Published On:

Redmi 13C: অনেক জল্পনা কল্পনা আর অপেক্ষার পর অবশেষে সামনে এসেছে Redmi 12C এর উত্তরসূরী। আরো শক্তিশালী প্রসেসর নিয়ে 6th December ভারতের বাজারে পা রেখেছে Redmi 13C। কোম্পানির C সিরিজের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে এটি।

জানা গেছে এই ফোন লঞ্চের পাশাপাশি কোম্পানির লক্ষ্য দেশে 5G প্রযুক্তিকে গণতান্ত্রিক করা। ইতিমধ্যে সামনে চলে এসেছে ফোনটির বৈশিষ্ট্য, দাম ইত্যাদি। চলুন সেগুলি জেনে নেওয়া যাক-

Redmi 13C Specification

Display-

  • এতে রয়েছে 6.74inch HD+ Display যা 90Hz refresh rate অফার করে।

Processor-

  • এটি একটি MediaTek Dimensity 6100+ SoC দ্বারা চালিত।

Storage-

  • 8GB RAM ও 256GB STORAGE যুক্ত রয়েছে ফোনে। তবে এর সবথেকে বড় বিষয় স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো সক্ষম হবে।

Camera-

  • ক্যামেরার প্রসঙ্গে বললে এতে 50MP প্রাথমিক সেন্সর সহ AI DUAL সেটআপ পাবেন। আর সেলফির জন্য পেয়ে যাবেন 8MP এর ক্যামেরা।

Battery-

  • 18W ফাস্ট চার্জিং সমর্থিত 5000mAh সহ আসে ফোনটি

Redmi 13C PRICE-

  • ফোনটি তিনটি ভেরিয়েন্টের উপলব্ধ। এর মধ্যে 4GB RAM+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 9999 টাকা। অপরদিকে 6GB RAM+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 11499 টাকা। 8GB RAM+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 13499 টাকা।

Offer-

  • এই ফোনের উপর একটি ব্যাংক অফার থাকছে যেখানে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে 1000 টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। এমনকি 1000 টাকা এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। উল্লেখ্য 16th December থেকে এই ফোনটি কিনতে পারবেন।