Read In
Whatsapp

Redmi 13C 5G vs Redmi 12C: দাম ও ফিচার্সের বিচারে কোন ফোনটা সেরা? পার্থক্য দেখে নিজে যাচাই করুন

Redmi 13C 5G vs Redmi 12C: ভারতের সব সময়ই রেডমি নোট সিরিজের চাহিদা থাকে এবং এবারেও তার ব্যাতিক্রম নয়। ইতিমধ্যে Xiaomi ভারতে লঞ্চ করেছে নতুন স্মার্টফোন Redmi 13C। যা আসলে…

Published By: Debosmita Dhar | Published On:

Redmi 13C 5G vs Redmi 12C: ভারতের সব সময়ই রেডমি নোট সিরিজের চাহিদা থাকে এবং এবারেও তার ব্যাতিক্রম নয়। ইতিমধ্যে Xiaomi ভারতে লঞ্চ করেছে নতুন স্মার্টফোন Redmi 13C। যা আসলে Redmi 12C এর উত্তরসূরী। কিন্তু পারফরম্যান্স, ফিচারস, কর্মক্ষমতা -এর দিক থেকে এই দুইয়ের মধ্যে সেরা কে! আজকে রইল এই দুই ফোনের তুলনামূলক আলোচনা।

Redmi 13C vs Redmi 12C Price:

6th December ভারতের বাজারে পা রেখেছে
Redmi 13C। ফোনটি তিনটি ভেরিয়েন্টে উপলদ্ধ- 4GB+128GB মডেলটির দাম 10,999 টাকা, 6GB+ 128GB মডেলটির দাম 12,999 টাকা, 8GB+ 256GB মডেলটির দাম 14,999 টাকা। তবে নির্বাচিত ব্যাংক কার্ডগুলির অফারে হাজার টাকা ছাড় পেতে পারবেন আপনি।

Redmi 12C 4G এই বছরের শুরুতে 9,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এখন ফ্লিপকার্টে 7999 টাকায় পাওয়া যাচ্ছে।

Redmi 13C vs Redmi 12C : Display:

Redmi 13C তে আছে 90Hz refresh rate সহ 6.74 inch HD+ LCD display. অপরদিকে
Redmi 12Cতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট যুক্ত 6.71 inch HD+ display.

Processor:

Redmi 12C 4G, MediaTek Helio G85 SoC দ্বারা চালিত যেখানে Redmi 13C 5G Mediatek Dimensity 6100+ SoC তে কাজ করে।

Camera-

Redmi 12C ও Redmi 13C 5G তে রয়েছে 50MP primary camera. ক্যামেরার বিচারে উভয় ফোন প্রায় এক ফলাফল প্রদান করে। আর সেলফির জন্য দেওয়া হয়েছে 5MP ক্যামেরা।

Battery and Charging:

দুটি স্মার্ট ফোন 5000mAh ব্যাটারি সহ আসে।