Read In
Whatsapp

Redmi 12C: 7,000 টাকার কমে নিয়ে যান রেডমির এই ধাসু ফোন, পাবেন মনভরানো ফিচারস

ভারতের বাজারে পা রাখতে চলেছে Redmi 13C,কোম্পানির C সিরিজের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে এটি

Published By: Debosmita Dhar | Published On:

Redmi 12C: অনেক জল্পনা কল্পনা আর অপেক্ষার পর অবশেষে শীঘ্রই আসতে চলেছে Redmi 12C এর উত্তরসূরী। আরো শক্তিশালী মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর নিয়ে 6th December ভারতের বাজারে পা রাখতে চলেছে Redmi 13C। কোম্পানির C সিরিজের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে এটি। যখন Redmi 13C নিয়ে উত্তেজনা তুঙ্গে তখন আরো এক ধামাকা খবর দিলো এই সংস্থা।

Redmi 13C লঞ্চের কয়েক প্রহর আগেই দারুন অফার দেয়া হলো তার পূর্ববর্তী প্রজন্ম তথা Redmi 12C এর ওপর। জনপ্রিয় ই-কমার্স সাইট
Amazon থেকে এই ফোনের উপর ক্রেতারা পেয়ে যাবেন 50শতাংশ ছাড়। ফলে এই মুহূর্তে ফোনটি ক্রয় করলে তা আপনি পেয়ে যাবেন ৭০০০ টাকারও কম দামে।

Price and Offer: 

  • Redmi 12C মডেলটি তিনটি ভ্যারিয়েন্ট সহ উপলব্ধ। যার মধ্যে এর 4GB RAM+ 64GB Storage মডেলটির দাম 13 হাজার 999 টাকা। কিন্তু এই বর্তমানে ফোনের উপর ফ্ল্যাট 51% ছাড় পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির বর্তমান মূল্য দাড়াচ্ছে 6799 টাকা। একইভাবে অফার দিয়ে এই ফোনের 4GB RAM+ 128GB Storage মডেলটির দাম পড়ছে 8,299 টাকা, আর 6GB RAM+ 128GB Storage মডেলটির দাম পড়বে 9,299টাকা।

Specification:

  • চলতি বছর মার্চে ভারতের লঞ্চ হওয়া Redmi 12C তে রয়েছে দূর্দান্ত ডিজাইন ও দারুন স্পেসিফিকেশন। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর। এছাড়াও এখানে দেওয়া হয়েছে 10ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫০০০ এমএএইচ ব্যাটারি। 6.71 ইঞ্চি HD+ display সহ আসা ফোনে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট উন্নত। এতেও পেয়ে যাবেন 50MP প্রাইমারি ক্যামেরা, 5MP ফ্রন্ট ক্যামেরা।